খেলা

সুয়ারেজদের বিদায়, শেষ ষোলোয় কোরিয়া: এশীয় চমক অব্যহত, হার পর্তুগালের

দোহা, ২ ডিসেম্বর : জাপান-কোরিয়ার রোমহর্ষক ফুটবলের পর কিছুতেই একে আর অঘটনের বিশ্বকাপ বলা যাবে না। বরং কাতারে পরপর দু’দিন যা ঘটল, তাতে এশীয় ফুটবল একেবারে অন্য উচ্চতায় চলে গেল।
জার্মানি কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েও রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারেনি। শুক্রবার উরুগুয়েও ঘানাকে ২-০ গোলে হারিয়ে সেই বিদায়ের পথ ধরল। ধরতে হল কারণ, কোরিয়া ততক্ষণে দোহার এডুকেশন স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পর্তুগালকে (Portugal vs Korea)। গোলপার্থক্যে সনের দল উরুগুয়েকে টপকে শেষ ষোলোয় চলে গেল। তবে হেরেও গ্রুপ এইচ-এ এক নম্বর দল থেকে গেল পর্তুগালই।
অতিরিক্ত সময়ে খেলার ফল যখন ১-১, তখন পর্তুগালের (Portugal vs Korea) কর্নার কিক থেকে ফ্রি বল ধরে সন হিউং মিন বিপক্ষের বক্সের কাছে চলে আসেন। এরপর তিনি পাস বাড়িয়ে দেন হুয়াং হি চানের দিকে। যিনি দিয়েগো কোস্তার পাশ দিয়ে পর্তুগালের গোলে বল জড়িয়ে দেন। রিজার্ভ বেঞ্চে বসে থাকা লুই সুয়ারেজকে দেখা গেল হতাশায় মুখ ঢেকেছেন। এটা তাঁর শেষ বিশ্বকাপ। ফিরছেন গ্রুপ পর্ব থেকেই। ঠিক যেভাবে আগেরদিন টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে অবসরের ইঙ্গিত দিয়েছেন জার্মান স্ট্রাইকার টমাস মুলার।
জাপান আগেরদিন স্পেনকে হারিয়ে চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে। তবে কোরিয়া কিন্তু দু’দশক আগে একবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। পর্তুগাল কেন হারল, এই প্রশ্নের সামনে এটা বলতে হয় যে, এই দলের পুরোটাই রোনাল্ডো-নির্ভর। এমন নয় যে নুনেজ, কনসেলোরা কিছু নয়। কিন্তু দলটার মধ্যে একটা সংঘবদ্ধ বার্তা ছড়িয়ে আছে যে, বল ধরো আর সিআর সেভেনের পায়ে-মাথায় ফেলো। কিন্তু ৩৭-এর রোনাল্ডো আর ২৭-এর লোক নন।। তাঁকে শেষপর্যন্ত ৬৪ মিনিটে তুলেই নিতে হল।
তার আগে প্রথমার্ধে সিআর সেভেন বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেছেন। তাঁকে এতে খুব বিরক্ত দেখিয়েছে। দিয়েগো দালোতের বাড়ানো যে পাস তিনি প্রথমার্ধে কাজে লাগাতে ব্যর্থ হলেন, সেই পরিস্থিতিতে আগে অনেক গোল করেছেন। এখানে অফসাইড হলেন, শটেও তেমন ধার ছিল না।
তবে ম্যাচের ৫ মিনিটের মধ্যে গোল করে পর্তুগালকে ১-০ তে এগিয়ে দিয়েছিলেন রিকার্ডো হোরতা। যাঁর আবার একটা ঘটনা আছে। ২০১৪-তে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে ৮ বছর লেগে গেল। তবে ২৭ মিনিটে কোরিয়ার হয়ে গোল শোধ করে দেন ইউং গুন কিম। কিছুটা ডিফেন্সের গড়িমসি ছিল পর্তুগালের। এই সময় পর্তুগাল ডিফেন্সের উপর ভয়ঙ্কর চাপ তৈরি করেছিলেন সন-জং হোরা। কিন্তু অতিরিক্ত সময়ের চাপটা আরও বড় হয়ে গেল! পর্তুগাল সমতা ফেরানোর সময় পায়নি।
ঘানার বিরুদ্ধে ২১ মিনিটে পেনাল্টি মিস করেছেন আন্দ্রে আয়ো। তবে প্রথমার্ধেই দুটি গোল করে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন জিওরজিও দে আরাসকায়েতা। কিন্তু যার শেষ ভাল, তার সব ভাল। সেটাই হয়নি!

আরও পড়ুন-ব্রাজিলকে হারিয়েও বিদায় ক্যামেরুনের, বিশ্বকাপে আরও এক অঘটন

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

34 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago