প্রতিবেদন : তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপি নেতা কৌস্তুভ ঘোষ। ৪৪ জন কর্মীকে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। বুধবার চুঁচুড়া বড়বাজার দলীয় কার্যালয়ে কৌস্তুভ ঘোষ-সহ আকনা অঞ্চলের কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। যোগদান পর্বের পর সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এঁরা সকলেই অতীতে তৃণমূলের পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। ভুল বোঝাবুঝির ফলে বিজেপিতে গিয়েছিলেন। এদিন ফের তাঁরা ঘরে ফিরলেন। জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া কৌস্তুভের কথা বলার পর তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। লোকসভা নির্বাচনের পর থেকে সপ্তগ্রাম বিধানসভার অনেক নেতাই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন। আদি বিজেপি নেতারাও অনেকে তৃণমূল (TMC) পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। আবার ভুল বোঝাবুঝির ফলে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা বর্তমানে নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে আসছেন। তাঁর আরও সংযোজন, কৌস্তুভ কর্মীদের নিয়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলের শক্তি আরও বাড়ল। আরও অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন- অশান্ত বাংলাদেশ: মৃত অসংখ্য, আকাশ পথে ভারতে এলেন ৪০০ জন