প্রতিবেদন : কৃষকবন্ধু প্রফুল্ল মুখোপাধ্যায়। গোপীনাথডিহি, বাঁকুড়া আমি ধবন অঞ্চলের বাসিন্দা। কৃষিকাজই আমার পেশা। বাঁকুড়া জেলার রুখাসুখা মাটিতে ফসল ফলানো খুবই কষ্টদায়ক। জলের অভাব আছে। পাথুরে মাটি। এখানে কৃষিকাজ করে খুব যে একটা লাভবান হওয়া যায়, তা নয়। ফসল ভাল না হলে আর্থিক ক্ষতি হত। মহাজনের খপ্পরে পড়তাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেয়ে সেই দুর্দিনের অবসান হয়েছে। সার, বীজ, ওষুধ সব কিছুর দাম বেড়ে গেলেও আমরা চাষ করতে সক্ষম হচ্ছি দিদি পাশে আছেন বলে।
ধন্যবাদ দিদি
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেয়ে সেই দুর্দিনের অবসান হয়েছে “
