প্রতিবেদন : দু’বছরেরও বেশি সময় পর যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের সামনে খেলতে খেলতে নামবে এটিকে মোহনবাগান। এএফসি কাপে প্রাথমিক পর্বের লড়াইয়ে ১২ এপ্রিল যুবভারতীতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এফসি। মঙ্গলবার তারা ২-০ গোলে হারাল নেপালের মাচিন্দা এফসি-কে। শ্রীলঙ্কার দলটি মোহনবাগান ফুটবলারদের কাছে অচেনা। তাই রয় কৃষ্ণরা সমীহ করছেন প্রতিপক্ষকে।
কৃষ্ণ বলছেন, ‘‘অচেনা দলের বিরুদ্ধে ম্যাচ সব সময় কঠিন হয়। এই ম্যাচটাও খুব শক্ত হবে। অজানা শত্রুকে সমীহ করতে হয়। জেতার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে।’’
আরও পড়ুন-অ্যাপ ক্যাব নিয়ে আজ জরুরি বৈঠক
কোন চার বিদেশি খেলবেন, এখনও ঠিক করেননি কোচ জুয়ান ফেরান্দো। তবে বাগানের গোলমেশিন কৃষ্ণ মুখিয়ে আছেন ভরা যুবভারতীতে গোল করে সমর্থকদের মন জয় করতে। ফিজির তারকা বললেন, ‘‘স্ট্রাইকারদের কাছ থেকে সবাই গোল চায়। আমি নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। জানি, যুবভারতীতে এএফসি কাপের প্রথম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার খেলোয়াড় জীবনের আরও একটা উল্লেখযোগ্য ঘটনা হবে।’’
সবুজ-মেরুন জনতার হার্টথ্রব আরও বলেন, ‘‘প্রায় সব ফুটবলারই শিবিরে যোগ দিয়েছে। সবাই দেখছি কন্ডিশনে রয়েছে। এএফসি কাপে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য আমাদের। তার আগে গ্রুপ লিগের বাধা টপকাতে হবে। তারও আগে প্রাথমিক পর্বের দুটো ম্যাচ জিততে হবে। এক-একটা ম্যাচ ধরে এগোনোই লক্ষ্য আমাদের।’’