ফাইল ছবি
উত্তর দিনাজপুর : ফের এলাকার সাংসদ ও দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার রায়গঞ্জে তার দফতরে বসে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তিনি। তার দাবি রায়গঞ্জের সাংসদ তার বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করে চলেছেন। সেই কারণেই আর এই বিজেপি দলের সঙ্গে থাকতে চাইছেন না। এর আগেও দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কৃষ্ণবাবু।
আরও পড়ুন-জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা গেল টাটাদের হাতে
বেশ কিছুদিন ধরে বিজেপি বিরোধী সুর শোনা যাচ্ছিল কৃষ্ণবাবুর গলায়। তিনি রীতিমতো জেলা সভাপতি ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপর থেকেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিজেপি ছাড়া নিয়ে জোর গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। বিধায়কের দাবি গত বৃহস্পতিবার একটি অজানা নম্বর থেকে তার কাছে সাংসদ দেবশ্রী চৌধুরী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বিরুদ্ধে অনৈতিক বক্তব্য দেওয়ার কারণ দেখিয়ে শোকজ লেটার পাঠানো হয়। সেই বিষয়ে রাজ্য নেতৃত্বের কাছে তিনি জানতে চাইলেও কোন সদুত্তর পাননি। অন্যদিকে রায়গঞ্জে আসার পর সংবাদমাধ্যমের এক কর্মীকে ডেকে সাংসদ শোকজের বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেন কৃষ্ণবাবু। যদিও সরাসরি সংবাদ মাধ্যমে সাংসদ তার কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বলেই অভিযোগ করেছেন বিধায়ক। এরপরই দল ছাড়ার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কৃষ্ণ বাবু বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জিতবেন! দাবি বিজেপি নেতার
দল ছাড়লেও তৃণমূলে যোগদানের বিষয়ে এখনও কিছু খোলাসা করেননি তিনি। এদিন তিনি বলেন,”যে দলে এখানকার সাংসদের মত লোকেরা রয়েছেন সেই দল থেকে আমি নিজেকে পুরোপুরিভাবে সরিয়ে নিলাম। আমি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য নেতৃত্বের কাছে আমার সমস্ত অভিযোগ জানিয়ে সময় দিয়েছিলাম। সেই সময়সীমা পার হওয়ার পর একটি অজানা নাম্বার থেকে আমাকে শোকজ করা হয়েছে। এরপর এই বিষয়ে জানতে চাইলেও রাজ্য নেতৃত্ব আমাকে কোনো সদুত্তর দেয়নি। সেই কারণেই আমি আজ থেকে নিজেকে বিজেপি থেকে সরিয়ে নিলাম।”
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…