প্রতিবেদন : প্রথম ছয়ে থাকার স্বপ্ন কার্যত শেষ। তবে ভাঙলেও মচকাচ্ছেন না কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গল কোচের পাখির চোখ এখন শেষ তিনটে ম্যাচ। ওই তিন ম্যাচ জিতে ২৭ পয়েন্টে শেষ করতে চান। সাফ জানাচ্ছেন কুয়াদ্রাত।
ডার্বি-সহ শেষ তিন ম্যাচে হার। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশ নম্বরে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের জন্য ভাল খবর, তাদের পরের ম্যাচ সেই ৩ এপ্রিল। শেষ দুটো ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ এপ্রিল। ফলে টানা খেলা ক্লান্ত ফুটবলারদের শারীরিক ও মানসিকভাবে তরতাজা করে তোলার জন্য হাতে বেশ কিছুটা সময় পাচ্ছেন লাল-হলুদ কোচ।
আরও পড়ুন-কেরল ম্যাচে ফোকাস হাবাসের, ডার্বি জয় অতীত
কুয়াদ্রাত বলছেন, ‘‘আমাদের প্লে-অফে ওঠার রাস্তাটা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। শেষ তিনটে ম্যাচ জিতলে ২৭ পয়েন্টে লিগ শেষ করব। মানে প্রথম ছয়ে থাকার জন্য এই পয়েন্ট যথেষ্ট।’’ কিন্তু এরজন্য তো তিনটে ম্যাচ জিততে হবে তাঁর দলকে। কুয়াদ্রাতের বক্তব্য, ‘‘ফুটবলারদের উপর ভরসা আছে। হাতে বেশ কিছু সময়ও পাচ্ছি। আশা করি, দল গুছিয়ে নিতে পারব।’’
রবিবাসরীয় বড় ম্যাচে প্রথমার্ধেই তিন গোল হজম করে বসেছিল লাল-হলুদ। বিরতির পর অবশ্য দারুণ খেলেছেন কুয়াদ্রাতের ফুটবলাররা। ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘দ্বিতীয়ার্ধে আমার ছেলেরা যেভাবে ম্যাচে ফিরে এসেছিল, তারজন্য আমি গর্বিত। ক্লেটনের হেডটা গোল হলে ম্যাচের রেজাল্ট পাল্টে যেতে পারত।’’ এদিকে, ডার্বিতে চোট পেয়ে হুইলচেয়ারে করে মাঠ ছাড়তে হয়েছে কুয়াদ্রাতের অন্যতম ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে। চোটমুক্ত হয়ে মাঠে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে তাঁর।