প্রতিবেদন: ফের অগ্নিগর্ভ মণিপুর। নিরাপত্তাবাহিনীর সঙ্গে কুকি জঙ্গিদের লড়াইয়ে বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে উঠল চূড়াচাঁদপুর জেলার চিংফেই গ্রাম। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন কুকি সম্প্রদায়ের এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে পাহাড়ি রাজ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত কিছুর পরেও কেন এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কেন্দ্র? রাষ্ট্রপতি শাসনে কি আরও দুর্বল হয়ে পড়েছে প্রশাসন? মণিপুরে যাওয়ার ব্যাপারে এখনও কেন প্রবল অনীহা মোদি-শাহর?
আরও পড়ুন-রণথম্ভোরে রানির রাজত্বের অবসান, মৃত্যু হল কুমির শিকারি বাঘের
উত্তেজনার সূত্রপাত বিষ্ণুপুর জেলা-লাগোয়া ফুবালা গ্রামে। আচমকাই ওই গ্রামে চড়াও হয় একদল সশস্ত্র দুষ্কৃতী। খেতে কাজ করার সময়ে আক্রান্ত হন এক কৃষক। নিংথৌজম বীরেন নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন মাঠেই। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর হাসপাতালে। অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গেই বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে পড়ে উত্তেজিত জনতা। গ্রামে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। এরপরেই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের। গুলিবিদ্ধ হন এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…