আইপিএলে আজ মুখোমুখি ‘কুলচা’ জুটি

বুধবার ঋষভ পন্থদের সামনে রাজস্থান রয়্যালস। যারা ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গিয়েছে।

Must read

মুম্বই, ১০ মে : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই ফের মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। বুধবার ঋষভ পন্থদের সামনে রাজস্থান রয়্যালস। যারা ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গিয়েছে। অন্যদিকে, ১১ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া দিল্লির কাছে এই ম্যাচটা আবার ডু অর ডাই। হারলেই শেষ চারে ওঠার স্বপ্নটা জোর ধাক্কা খাবে।

আরও পড়ুন-হাওড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

যা পরিস্থিতি, তাতে শুধু বুধবারের ম্যাচটাই নয়, নিজেদের শেষ তিনটে ম্যাচই জিততে হবে পন্থদের। একটা হার মানেই শেষ চারের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়া।
এই ম্যাচটা আবার চিহ্নিত হচ্ছে টুর্নামেন্টের দুই সেরা স্পিনারের দ্বৈরথের মঞ্চ হিসেবে। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। রাজস্থানের লেগস্পিনার চাহাল মোট ২২ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। পিছিয়ে নেই দিল্লির ‘চায়নাম্যান’ কুলদীপও। তাঁর ঝুলিতে রয়েছে ১৮ উইকেট। দু’দলের প্রথম সাক্ষাৎকারে দিল্লিকে হারিয়েছিল রাজস্থান। ওই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন রাজস্থানের ওপেনার জস বাটলার। যিনি ১১ ম্যাচে তিনটি সেঞ্চুরি-সহ ৬১৮ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহদের তালিকার শীর্ষে রয়েছেন।

আরও পড়ুন-ভ্রাম্যমাণ আদালতে আদায় ট্রাফিক জরিমানা

মরণ-বাঁচন ম্যাচে দিল্লির বড় ভরসা ডেভিড ওয়ার্নার। বাঁহাতি অস্ট্রেলীয় ওপেনার ৯ ম্যাচে ৩৭৫ রান করেছেন। তবে অধিনায়ক পন্থের অফ ফর্ম চিন্তায় রাখছে দলকে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১১ ম্যাচে ২৮১ রান করেছেন পন্থ। গড় মাত্র ২৮.৭৭, যা একেবারেই পন্থ-সুলভ নয়। গোদের উপরে বিষফোড়ার মতো অসুস্থতার কারণে এই ম্যাচটা খেলতে পারবেন না ওপেনার পৃথ্বী শ। তাই পন্থের ব্যাটে বড় রান দেখতে চান দিল্লির কোচ রিকি পন্টিং।

Latest article