দুঃসময়ে চাহাল ছিল : কুলদীপ

Must read

মুম্বই : শেষ দুই মরশুমে কেকেআরে তিনি হয়ে পড়েছিলেন ব্রাত্য। আইপিএলে নতুন ঘর পেয়ে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন। বুকে অনেক অভিমান, যন্ত্রণা নিয়েই এবারের আইপিএল খেলছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। আর মাঠে কেকেআর দলকে দেখলেই জ্বলে উঠছেন এই চায়নাম্যান স্পিনার। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে চার উইকেট। দ্বিতীয় সাক্ষাতেও কুলদীপের ঝুলিতে চার উইকেট। কিন্তু পুনর্জন্মের কুলদীপ কেকেআর-কে জবাব দিয়ে যতটা তৃপ্ত, তার থেকেও বেশি খুশি ভারতীয় (India) দলে প্রত্যাবর্তনের দাবি জোরাল করতে পেরে। একা কুলদীপই বা কেন, তাঁর প্রিয় বন্ধু যুজবেন্দ্র চাহালও (Yuzbendra Chahal) যে ব্রাত্যজনের তকমা ঝেড়ে ফেলে আইপিএল কাঁপাচ্ছেন। সাড়া জাগিয়েই টুর্নামেন্টে ফিরেছেন ‘কুলচা’। পার্পল ক্যাপের দৌড়ে কড়া টক্কর চলছে দুই বন্ধুর। ১৮ উইকেট নিয়ে এই মুহূর্তে বেগুনি টুপির মালিক চাহাল। অন্যদিকে, কেকেআর ম্যাচের পর কুলদীপের উইকেট সংখ্যা ১৭। দু’জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবহেই চায়নাম্যান স্পিনার জানিয়ে দিলেন, তাঁর খারাপ সময়ে কীভাবে দাঁড়িয়েছিলেন বন্ধু চাহাল।

আরও পড়ুন: ‘চোট থাকলে অন্য কথা’, কামিন্সকে দলে না দেখে অবাক হয়েছেন যুবরাজ

কুলদীপ (Kuldeep Yadav) বললেন, ‘‘ওই কঠিন সময়ে ও আমার পাশে থেকে উৎসাহ দিয়েছে। যুজি শুধুমাত্র আমার বন্ধু নয়, আমার বড় ভাই। খারাপ সময়ে ওর সাহায্য আমি ভুলব না। হৃদয় থেকে চাইব, যুজি (Yuzbendra Chahal) যেন এবার পার্পল ক্যাপটা জিতে নেয়, কারণ গত চার বছরেরও বেশি সময় ধরে ও অসাধারণ বোলিং করছে।’’

Latest article