ড্রাগন-সহ ফল ও সবজির মিশ্রচাষে পথ দেখাচ্ছে কুলতলি

মিশ্রচাষে পথ দেখাচ্ছে কুলতলি। অল্প জায়গায় ফলছে ড্রাগন ফ্রুট-সহ একাধিক ফল ও সবজি। ফলে চাষের জন্য আলাদা করে কোনও বাগান তৈরি করতে হচ্ছে না

Must read

সংবাদদাতা, কুলতলি : মিশ্রচাষে পথ দেখাচ্ছে কুলতলি। অল্প জায়গায় ফলছে ড্রাগন ফ্রুট-সহ একাধিক ফল ও সবজি। ফলে চাষের জন্য আলাদা করে কোনও বাগান তৈরি করতে হচ্ছে না। একটি বাগানের মধ্যেই একাধিক ফসল ফলায় খুশি চাষিরাও। এই চাষে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন লাভ এলাকার কৃষক জয়দেব পুরকাইত। ১০ কাঠা জায়গায় ড্রাগন ফলের চাষ করেছেন তিনি। এর জন্য প্রতিটি চারা বসিয়েছেন নির্দিষ্ট দূরত্বে। মাঝে বসানো হয়েছে পটল, লঙ্কা, বিন, ওলকপি ও অন্যান্য সবজি।

আরও পড়ুন-সংখ্যালঘু ভাইবোনেরা সর্বস্তরে এগিয়ে আসবেন, সংখ্যালঘু সেলের সম্মেলনে জয়প্রকাশ

ড্রাগন ফ্রুট চাষে ১ থেকে দেড় বছর সময় লাগে। এই সময়ের মধ্যে বিভিন্ন মরশুমি সবজি ও ফসল ফলাচ্ছেন তিনি। এর ফলে বছরে ১ থেকে দেড় লক্ষ টাকা লাভ হচ্ছে তাঁর। তাঁর এই সাফল্যলাভে অন্য কৃষকরাও তাঁর বাগান দেখতে ছুটে আসছেন। সম্প্রতি কুলতলি ব্লকের উদ্যান পালন বিভাগের ক্ষেত্র উপদেষ্টা লক্ষণচন্দ্র কয়াল জানান, ড্রাগন ফ্রুটের চাষ লাভজনক ব্যবসা। এই চাষ এখন আর এলাকায় নতুন নয়। এই চাষের প্রয়োজনীয় জল পুকুর থেকেই দেওয়া যায়। সরকার থেকে কৃষকদের সেই পরামর্শ দেওয়া হচ্ছে। জয়দেববাবু সেই পরামর্শ অনুযায়ী চাষ করে বর্তমানে সফল চাষি হয়ে নজির স্থাপন করেছেন। জয়দেব পুরকাইত বলেন, প্রথম দিকে ড্রাগন ফ্রুটের চাষ করতে গিয়ে সময় লাগছিল অনেকটাই। সেজন্য মিশ্রচাষের পরিকল্পনা নেন। উদ্যান পালন বিভাগের সহযোগিতায় সেই কাজ আরও ত্বরান্বিত হয়েছে বলে তাঁর বক্তব্য।

Latest article