ছত্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথা মেনে কুমারী পুজো

এদিন ভক্তরা বিভিন্ন এলাকা থেকে পুজো দেখতে উপস্থিত হয়েছিলেন ছত্রপুর রামকৃষ্ণ মিশনে। মঙ্গলবার অষ্টমী পুজো শেষ হতেই শুরু হয় কুমারী পুজো।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : মহাষ্টমীতে রায়গঞ্জ ব্লকের ছত্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথা মেনে অনুষ্ঠিত হল কুমারী পুজো। এদিন ভক্তরা বিভিন্ন এলাকা থেকে পুজো দেখতে উপস্থিত হয়েছিলেন ছত্রপুর রামকৃষ্ণ মিশনে। মঙ্গলবার অষ্টমী পুজো শেষ হতেই শুরু হয় কুমারী পুজো। এবারের পুজোয় কুমারী হয়েছেন রায়গঞ্জের বাসিন্দা কিশোরী বর্ণিতা চক্রবর্তী। এদিন মৃন্ময়ী প্রতিমার সামনে দেবীজ্ঞানে পুজো করা হয় কুমারী বর্ণিতাকে। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে মিশনের তরফে। ছত্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ বলেন, রামকৃষ্ণ মঠ মিশনের রীতি মেনেই এখানে অষ্টমী পুজো এবং কুমারী পুজো সম্পন্ন হয়েছে। এখানে বিকেল পাঁচটা বেজে ৪১ মিনিট নাগাদ সন্ধিপুজো অনুষ্ঠিত হবে। কুমারী পুজো দেখতে এখানে প্রচুর মানুষ ভিড় করেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অনুদানে রাজ্যের উচ্চতম জায়গায় পুজো, দার্জিলিংয়ের রিম্বিকের মানুষ মাতলেন পার্বতীর আরাধনায়

কুমারী পুজো কখন এবং কেন করা হয়?
নবরাত্রির অষ্টমী তিথিতে (অষ্টমী) বিশেষভাবে কুমারী পুজো করা হয়। এই দিনে, নয়দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের মধ্যে কুমারী স্বরূপা শক্তির পুজো করার পর, দেবীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে মেয়েদের সেবা করলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসে। ২০২৫ সালের শারদীয়া নবরাত্রি শুরু হয় ২২ সেপ্টেম্বর। ২০২৫ সালের শারদীয়া নবরাত্রি অষ্টমী তিথি ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার। এই দিনে কুমারী পূজা করা হয় এবং দেবী দুর্গার উদ্দেশ্যে হালুয়া ও পুরি নিবেদন করা হয়।

Latest article