ব্যাগবন্দি মৃতদেহের বকশিশ ১৩০ টাকা, মা-মেয়ের জেল হেফাজত

ফাল্গুনীর শিলিগুড়ি যোগ

Must read

প্রতিবেদন : মধ্যমগ্রামে পিসিশাশুড়িকে খুনের ঘটনায় পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। এই ঘটনায় অভিযুক্ত দুই মহিলা ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষকে একদিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের বারাসত আদালতে তোলা হবে। ইতিমধ্যেই এই ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। এদিকে, যে ভ্যানটি করে ওই ট্রলি নিয়ে আসা হয়েছিল তাকেও ইতিমধ্যেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ভ্যানচালক জানিয়েছে, ৪০ টাকার রাস্তা ১৩০ টাকায় গিয়েছিলেন তিনি। ওই ভারী ট্রলিব্যাগের ভিতর যে, মৃতদেহ রয়েছে তা ঘুণাক্ষরে টের পাননি ভ্যানচালক। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ট্যাক্সিচালককেও। জানা গিয়েছে, প্রথমে বচসার জেরে দেয়ালে মাথা ঠুকে পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে খুন করে ফাল্গুনী। এরপর মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। ইতিমধ্যেই পাশের জঙ্গল থেকে সেই ইট উদ্ধার করেছে পুলিশ। এরপর বঁটি দিয়ে সারারাত ধরে মৃতার হাত-পা কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরেছে ফাল্গুনী ও তার মা। সেই বঁটিও বীরেশপল্লির একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান পিসিশাশুড়ির সম্পত্তির লোভেই তাকে খুন করা হয়ে থাকতে পারে, জিজ্ঞাসাবাদে এমনটাই উঠে এসেছে বলে দাবি পুলিশের।
পুলিশের তদন্তে উঠে এসেছে, মৃত সুমিতা ঘোষ অসমের জোড়হাটে থাকতেন। বিবাহবিচ্ছিন্না সুমিতার অসমে বিপুল সম্পত্তি রয়েছে। সেইসঙ্গে কলকাতার ব্যাঙ্কেও একাধিক অ্যাকাউন্টে সম্পত্তি পাওয়া গিয়েছে। দুদিন ধরে তিনি ভাইপোর স্ত্রী ফাল্গুনী বাড়িতে আসছিলেন। অবশ্য বীরেশপল্লির প্রতিবেশীরা ফাল্গুনীদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতেন না। ফাল্গুনীর শ্বশুরবাড়ির সঙ্গেও তাঁদের সম্পর্ক ছিল না বলে জানা গিয়েছে। ডিভোর্স মামলায় স্বামীর থেকে বড় অঙ্কের খোরপোশ দাবি করেন ফাল্গুনী। এর আগে এক আত্মীয়ের বাড়িতে চুরির অভিযোগ ওঠে ফাল্গুনীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সুমিতা ঘোষের থেকে এটিএম কার্ড নিয়ে পঞ্চাশ হাজার টাকা তোলে ফাল্গুনী। সেই টাকা দিয়ে প্রথমে সোনা কেনে এবং তারপর ধর্মতলা থেকে কেনে সেই নীল রঙের ট্রলিব্যাগ। এরপর সোমবার দিনভর কলকাতার বিভিন্ন রাস্তায় তারা রেইকি করে। এরপর পরিকল্পনামতো মঙ্গলবার দেহ ফেলতে আসে আহিরিটোলা ঘাটে। সেখানে স্থানীয়দের হাতে ধরা পড়ে তাঁরা। আপাতত ফরেনসিক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে খুনের রহস্য সমাধানের পথে পুলিশ। কুমোরটুলি কাণ্ডে ধৃত মা এবং মেয়েকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছিল। বিচারক দুজনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদের দুজনকে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- তৈরি নেতাজি ইন্ডোর, নেত্রীর বার্তা শুনতে বাইরে এলইডি স্ক্রিন, জেলা থেকে শহরে নেতাদের ঢল

Latest article