কুম্ভ-ট্র্যাজেডি, অবিলম্বে রাজ্যসভায় আলোচনার দাবিতে নোটিশ তৃণমূলের

Must read

প্রতিবেদন: কুম্ভ দুর্ঘটনা নিয়ে মিথ্যাচার করছে যোগী সরকার৷ প্রকৃত মৃতের সংখ্যা চেপে রেখে পদপিষ্ট হয়ে মাত্র ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগী প্রশাসন৷ তাদের এই মিথ্যাচারে সামিল বিজেপি এবং কেন্দ্রীয় সরকারও৷ এর বিরুদ্ধে সবার আগে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস৷ সর্বদল বৈঠকে এই ইস্যুটি তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপি এবং মোদি সরকারের মুখোশ খুলে দেওয়ার লক্ষ্যে সচেষ্ট হল তৃণমূল৷ রবিবার তৃণমূল সূত্রে জানানো হয়েছে, আজ সোমবার রাজ্যসভায় কুম্ভ-দুর্ঘটনা (Maha Kumbh-Tragedy) নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করতে হবে, এই দাবি জানিয়ে রুল ২৬৭-র অধীনে নোটিশ জমা দিয়েছেন দলের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ৷ তৃণমূলের দেখানো পথেই সোমবার রাজ্যসভা কক্ষে কুম্ভ-দুর্ঘটনা নিয়ে আলোচনার দাবিতে আলাদা নোটিশ জমা দিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সহ বিরোধী শিবিরের প্রভাবশালী সব কটি দলই৷ কুম্ভ দুর্ঘটনা ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীরা সবাই একজোট হয়েছে তৃণমূলেরই উদ্যোগে, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷

আরও পড়ুন- বদলার হামলা, ১৮ পাকসেনাকে গুলি করে মারল বালুচ-আর্মি

তাত্‍পর্যপূর্ণ হল, গত বছরের ২৭ জুলাই দিল্লির একটি আইএএস কোচিং সেন্টারে হওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন পড়ুয়া৷ এর পরে গোটা দেশে শোরগোল পড়ে যায়৷ এরই পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদরা ২৬৭ রুলের আওতায় নোটিশ জমা করে গত বছরের ২৯ জুলাই৷ সেই নোটিস গ্রহণ করে রাতারাতি সংক্ষিপ্ত আলোচনার ব্যবস্থা করা হয় রাজ্যসভা কক্ষে, ২৯ জুলাই তারিখেই৷ এই ঘটনাকেই হাতিয়ার করছে বিরোধী শিবির৷ তাদের প্রশ্ন হল, দিল্লির ঘটনায় তিন জন পড়ুয়ার মৃত্যুর পরে ২৬৭ নোটিসের আওতায় সংক্ষিপ্ত আলোচনা যখন হতে পেরেছে, তখন কেন রাজ্যসভায় এবারের কুম্ভ দুর্ঘটনা নিয়ে আলোচনা করা হবে না ? সোমবার সংসদের অধিবেশন শুরুর সময়ে রাজ্যসভার চেয়ারম্যান বিরোধীদের নোটিস গ্রহণ করে কুম্ভ দুর্ঘটনা নিয়ে আলোচনার অনুমতি দিলে সমাজবাদী পার্টির বর্ষীয়ান সাংসদ রামগোপাল যাদবকে বক্তব্য রাখার জন্য এগিয়ে দেওয়া হতে পারে, রবিবার এমনই দাবি জানানো হয়েছে তৃণমূল সূত্রে৷

এদিকে, সোমবার দুপুর ২টো থেকে রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের আলোচনা শুরু হওয়ার কথা৷ অন্যদিকে, কুম্ভের (Maha Kumbh-Tragedy) এই দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র বা অন্তরঘাতের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে ১৬ হাজার মোবাইল ফোন এখন তদন্তকারীদের স্ক্যানারে। এরমধ্যে বহু ফোনই ঘটনার পর থেকে রহস্যজনকভাবে সুইচটঅফ। এই আলোচনায় অংশগ্রহণ করবে সব কটি রাজনৈতিক দল৷ তৃণমূলের তরফে প্রথম বক্তব্য রাখতে পারেন রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও ব্রায়ান৷

Latest article