বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

Must read

সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশুর। শোকার্ত পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। বিচারের দাবিতে পথে নামে তৃণমূল। সেই সময় রাজ্যপাল সি ভি আনন্দ বোস ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেন। কিন্তু প্রায় দুবছর হতে চলল, কিন্তু এখনও কোনও সাহাহ্য আসেনি। এবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চায় সন্তানহারা পরিবারগুলি। শনিবার, সাংবাদিক বৈঠক থেকে আনন্দ বোসকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, রাজ্যপালের ফান্ড থেকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখনও কেন দেননি! যদি দিতে না পারেন বলেছিলেন কেন-তীব্র কটাক্ষ কুণালের।

গত বছর ১২ ফেব্রুয়ারির উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চেতনাগছে BSF-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত্যু হয় চারশিশুর। শোকার্ত পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। চারটি পরিবারকে আর্থিক সহায়তা দেয়। স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে ৯দিন ধরে দোষীদের শাস্তির দাবিতে চেতনাগছ BSF-এর ক্যাম্পের ১০ মিটার দূরেই ধর্না বসে থাকেন তৃণমূলে কর্মীরা।

আরও পড়ুন- SIR-এর কাজের অতিরিক্ত চাপে একাধিক মৃত্যু! মধ্যপ্রদেশে মৃত ২ BLO

ঘটনার ৯দিনের মাথায় ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। রাজ্যপাল ফান্ড থেকে চারটি পরিবারকে চারলক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। প্রায় দুবছর গড়াতে চলল। এখনও কোনও সাহায্য আসেনি। এবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্যরা। ঠিক কী কারণে রাজ্যপাল কথা দিয়েও কথা রাখেননি- তা জানতেই রাজভবনের এমাসের শেষেই আসবেন তাঁরা।

এই বিষয় নিয়ে এদিন আনন্দ বোসকে তুলোধনা করেন কুণাল। বলেন, মৃত্যু কোনও ক্ষতিপূরণ হয় না। তবে, শোকাহত পরিবারের পাশে থাকতে যা সাহায্য় করার রাজ্য সরকার করেছে। তার পরেও ঘটনাস্থলে গিয়ে পরিবার পিছু ১ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। সেই সময়ের রাজ্যপালের সাংবাদিক বৈঠকের ভিডিও দেখান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এর পরেই তিনি বলেন, রাজ্যপালের ফান্ড থেকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে স্পষ্ট শোনা যাচ্ছে। এখনও কেন দেননি? যদি দিতে না পারেন তা হলে বলেছিলেন কেন?

এক পরেই তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, লোক দেখানো ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল। নাটক করছেন। সেইসময় সময় দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই আচরণের তীব্র নিন্দা করেন কুণাল। আনন্দ বোসকে নিশানা করে বলেন, বিজেপির ক্যাডারের মতো কাজ করছেন তিনি।

এর পরেই কুণালের অভিযোগ, যাঁরা আনন্দ বোসকে রাজ্যপাল করেছেন, তাঁদের খুশি করতেই রাজ্যের বিরোধিতায় নেমেছেন তিনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কটাক্ষ, বিজেপি রাজ্যে বিএলএ-টু পাচ্ছে না। আনন্দ বোস বরং সেই কাজে নেমে পড়ুন। কুণালের অভিযোগ, সংবিধানের সীমারেখা লঙ্ঘন করছেন রাজ্যপাল। আনন্দ বোস নাকি রাজ্যের সমীক্ষা চালাবেন। টিপ্পনি কেটে কুণাল বলেন, রাজ্যপাল আগে সমীক্ষা করুন, রাজভবন রাখার প্রয়োজনীয়তা এখন আর আছে কি না- তাহলেই সদুত্তর পাবেন।

Latest article