প্রতিবেদন : ভুয়ো জবকার্ড বাতিলের তালিকাটা একবার দেখুন। শীর্ষ সারিতে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাতের মতো বিজেপিশাসিত বা বিজেপির বন্ধু রাজ্যগুলি। কিন্তু ভুয়ো জবকার্ডের কারণ দেখিয়ে শুধু পশ্চিমবঙ্গের টাকা আটকে রাখা হয়েছে। এর যৌক্তিকতা কী? জবাব দাও কেন্দ্র। বাংলার প্রাপ্য যদি আটকে রাখা হয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের কী হবে? কেন তাদের তহবিল বন্ধ করা হল না? রাজ্যওয়াড়ি ভুয়ো জবকার্ড বাতিলের তালিকা দেখিয়ে গর্জে উঠল তৃণমূল।
রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে এদিন তুলে ধরেন ২০১৯-২০ থেকে ২০২৪-এর ৩০ জুলাই পর্যন্ত ভুয়ো জবকার্ড বাতিলের তালিকা। সেই তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের থেকে ভুয়ো জবকার্ড বাতিলে অনেক এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তারপরও শুধু বাংলার প্রাপ্য আটকেই ক্ষান্ত কেন্দ্র। অন্য রাজ্যের ক্ষেত্রে তারা হাত গুটিয়ে রয়েছে। তাদের টাকা আটকায়নি। বঞ্চনা শুধু বাংলার সঙ্গে। তাঁর আরও সংযোজন, শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেক আগেই করেছিলেন। কেন্দ্র শুধু শব্দের জাগলারি করে গিয়েছে। এতদিনে সংসদে দুটি সত্য প্রকাশ হয়ে গিয়েছে। কেন্দ্র স্বীকার করেছে, একশো দিনের কাজে নয়া পয়সাও দেয়নি বাংলাকে। আর সামনে এসেছে ভুয়ো জবকার্ড বাতিলের তালিকা। বলছে পশ্চিমবঙ্গে অনিয়ম হয়েছে বলে টাকা বন্ধ। আমরা বলছি, যেটা অনিয়ম সেটার তদন্ত করে, বাকি টাকাটা দিন। জবকার্ড বাতিল মানেই দুর্নীতি নয়। কারও মৃত্যু হয়ে থাকতে পারে, এছাড়া নানা কারণে জবকার্ড বাতিল হতে পারে। বিজেপিশাসিত রাজ্যগুলি টাকা পেলে বাংলায় কেন টাকা বন্ধ? মিথ্যা অভিযোগ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে বাংলার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। এই মর্মেই তাঁর স্পষ্ট কথা, দিল্লিকে অবিলম্বে একশো দিনের কাজ ও আবাস-সহ প্রতিটি স্কিমে বাংলার বকেয়া মেটাতে হবে।
আরও পড়ুন- ফের অসুস্থ বর্ষীয়ান রাজনীতিবিদ আদবানি, ভর্তি করা হল হাসপাতালে
তালিকা অনুযায়ী, ভুয়ো জবকার্ড বাতিলে সবার উপরে রয়েছে বিহার। সেখানে বাতিল হয়েছে ৯৯,২৬,০৬৩টি জবকার্ড। উত্তরপ্রদেশে বাতিল হয়েছে ৯১,৪২,৮৭৬টি জবকার্ড। এছাড়া ওড়িশায় ৪২,৮২,৯৪৫টি, মধ্যপ্রদেশে ৩৭,৭৪,১৬০টি, অন্ধ্রপ্রদেশে ৩৫,৫৪,১৯৩টি জবকার্ড বাতিল হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে ২৪,০৫,৮৫৯টি। অসমে বাতিল হয়েছে ৮,৬৬,৩৯৮টি এবং গুজরাতে বাতিল হয়েছে ৭,০৮,১৮২টি জবকার্ড। সারা দেশে মোট ৪ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৪৬১টি কার্ড বাতিল হয়েছে। তারপরও বঞ্চনা চলছে। একশো দিনে গরিব মানুষের টাকা বন্ধ। সাধারণ খেটে-খাওয়া মানুষের স্বার্থে কেন্দ্রের বকেয়া মিটিয়েছে রাজ্য।