প্রতিবেদন : অক্সফোর্ডের সভায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সফরসঙ্গী প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষে লেখেন, সিপিএমের যে দু’চার পিস অক্সফোর্ডে বাঁদরামি করল, এরা দেশ, বাংলার সম্মান ভাবে না। তাদের আমলে কী হয়েছিল, ভুলে গিয়েছে। সব ঘটনা মনে করাতে হবে সারা বাংলায়। আজ সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে। বক্তৃতায় বাধা কেন? প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে। তা নয়, বাঁদরামিটা এদের সংস্কৃতি। এদের পরিকল্পিত অসভ্যতার খবর আগেই পেয়ে ক’দিন আগে পোস্ট করেছিলাম। এদের চিহ্নিত করে অনেকে কলকাতা কানেকশন পোস্ট করছেন। ভাল করছেন। রবীন্দ্রসঙ্গীত এরা বোঝে না। ডিজে শুনতে চাইছে। কুণাল জানান, মমতার (CM Mamata Banerjee) সভায় গোলমাল পাকানো কেউই অক্সফোর্ডের ছাত্র নয়, তারা বহিরাগত। অক্সফোর্ডে ছ’টা বাম-রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। অক্সফোর্ড জানিয়েছে, এরা তাদের ছাত্র নয়। বহিরাগত। মমতাদি ঠান্ডা মাথায় এদের উড়িয়ে অসাধারণ ভাষণ দিলেন। উপস্থিত জনতা, ছাত্রছাত্রীদের উষ্ণতায় ভাসলেন। বললেন, দেশকে অপমান করছ কেন? এসব না করে বাংলায় তোমাদের দলগুলোকে শক্তিশালী হতে বলো। তোমাদের নেতারা কোথাও গেলে এসব হলে সামলাতে পারবে? আসলে ঈর্ষার কোনও ওষুধ হয় না। আমার পদবি ব্যানার্জি, মানে এনার্জি। ছ’টা অসভ্য মমতাদির ভাষণে বাধার চেষ্টা করেছিল। দেখে এবং কথা শুনলেই বোঝা যায় কে বিজেপি, বাম, অতিবাম। জনতার তাড়ায় এদের পালানোর দৃশ্য ছিল দেখার মতো।
আরও পড়ুন-মূল পান্ডাদের চিনে রাখুন