ফের মিথ্যাচার শুভেন্দুর

Must read

প্রতিবেদন : তারিখ দিয়ে ঢোঁক গিলেছেন। তারপরও লজ্জা হয়নি রাজ্যের ‘লোডশেডিং’ বিরোধী দলনেতার। খবরে থাকতে এবার নাম না করে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নোটবন্দি নিয়ে তৃণমূলকে আক্রমণ করতেই তাঁকে পালটা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh- Suvendu Adhikari)। সেই সঙ্গে যাবতীয় তথ্য প্রমাণ প্রকাশ্যে আনার দাবিও তোলেন তিনি।
রবিবার কুণাল বলেন, শুভেন্দু অধিকারী বিরোধী নেতা নন, উনি অভিষেক বিরোধী নেতা। ওনার শয়নে-স্বপনে শুধুই অভিষেক আর অভিষেক। উনি এখন রোজই নিয়ম করে তথাকথিত ‘বিস্ফোরক’, ‘ব্রেকিং নিউজ’ বা ‘চাঞ্চল্যকর’ মন্তব্য করছেন। তা উনি যা বলছেন তাঁর প্রমাণ দিন না।
ইডি, সিবিআইয়ের মতো সব কেন্দ্রীয় এজেন্সি তো এখন ওনাদেরই হাতে। ওনার কাছে যখন সব তথ্যই রয়েছে তাহলে সেগুলো এজেন্সিকে দিচ্ছেন না কেন? তাঁদের তথ্যপ্রমাণ দিন, তাঁরা অভিষেকের বিরুদ্ধে তদন্ত করুক। সেটা না করে উনি এসব বলে বেড়াচ্ছেন কেন? আর নোটবাতিল ২০১৬ সালের ঘটনা। তখন তো উনি তিনটে দফতরের মন্ত্রী, চারটি সংস্থার চেয়ারম্যান, আরও কত পদ। তাহলে তখন এই ঘটনার প্রতিবাদ করেননি কেন? আর তখন না করে এখন কেন করছেন, প্রশ্ন তোলেন কুণাল।

আরও পড়ুন-ফের বন্দে ভারতে পাথর

Latest article