বিভ্রান্ত গদ্দার, ২৪ ঘণ্টায় লক্ষ্যমাত্রা কমে ১৫০! ২৬-এ ফল হবে মাইনাস

Must read

প্রতিবেদন : ২৪ ঘণ্টায় ৩০টা কমেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন আসতে আসতে মাইনাসে রান করবে বিজেপির আসন সংখ্যা। দিশাহারা অবস্থা গদ্দার অধিকারী আর তার দলের। তাই ২০০ টার্গেট থেকে কমতে কমতে বিজেপি এখন এসে দাঁড়িয়েছে ১৫০-এ। গদ্দারের দলের প্রবল হারে লক্ষ্যমাত্রা কমতে থাকায় তীব্র শ্লেষ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি স্লোগান তুলেছিল, ‘আব কি বার, দোশো পার’। ২০০ আর পার হয়নি। বিজেপি থেমেছিল ৭৭-এ। এখন তো তা কমে কমে ৬০-৬২-তে এসে পৌঁছেছে বিজেপি। এই সংখ্যা খুব শীঘ্রই আরও কমবে। তারপর বৃহস্পতিবার বিরোধী দলনেতা ২৬-এ আসন-প্রাপ্তির লক্ষ্যমাত্রা ২০০ থেকে কমিয়ে আনেন ১৮০-তে। ২৪ ঘণ্টাও কাটেনি আজকে বলছে দেড়শো। এ তো প্রবল হারে কমছে বিজেপির লক্ষ্যমাত্রা। গদ্দার ও তার দলের এমনই দিশাহারা পরিস্থিতি যে ভোট আসতে আসতে তারা মাইনাসে রান করবে। সুতরাং বিজেপি একটা ভঙ্গুর অবস্থায় আছে, তাসের ঘরের মতো ভাঙছে। তাদের নেতা থেকে কর্মী, কারও মধ্যে কোনও আত্মবিশ্বাস নেই। সাধারণ মানুষের দ্বারা তাঁরা প্রত্যাখ্যাত হয়েছেন, আবারও হবেন, সেটা পরিষ্কার। তাই ২৪ ঘণ্টায় ৩০টি আসন কমেছে, ভোট আসতে আসতে মাইনাসে রান করবে বিজেপি। এর আগে গদ্দারের ১৮০ টার্গেটকে ঐকিক নিয়মে বেঁধেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। তিনি অঙ্ক কষে দেখিয়ে দেন, ২০০-র টার্গেটে বিজেপি পেয়েছিল ৭৭। আর ২৪-এর লোকসভায় ৩৫-এর টার্গেটে ১২। অতএব ১৮০ টার্গেটে তারা কত আসন পেতে পারে।

আরও পড়ুন-হিথরোয় ভয়াবহ আগুন, লন্ডন সফরে উড়ান বদল মুখ্যমন্ত্রীর

Latest article