প্রতিবেদন : বাংলার ভাবমূর্তি নষ্ট করতে বিজেপির জুরি মেলা ভার। একাধিকবার সেই চেষ্টা হয়েছে। ফের হচ্ছে। এবার হাতিয়ার একটি ছবি। এক পরিচালক বিজেপির প্ররোচনা ও উসকানিতে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি ছবি তৈরি করেছেন। সেখানে তথ্য বিকৃতি-সহ মিথ্যা ঘটনা, সাম্প্রদায়িত সম্প্রীতি নষ্ট হতে পারে এই ধরনের বিষয় তুলে ধরে বাংলার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ তাঁর এক্স-হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, বাংলার ভাবমূর্তি নষ্ট করার জন্য ছবি রিলিজ করা হচ্ছে। এর সর্বত্র প্রতিবাদ হওয়া দরকার। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজন, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি তৈরি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। কুণালের বক্তব্য, দেশ বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত চলছে। সকলে মিলে প্রতিবাদে গর্জে ওঠা দরকার। তা না হলে এভাবে একতরফা অপপ্রচার, বাংলাকে কলুশিত করার নোংরা চক্রান্ত চলতেই থাকবে। তিনি মনে করেন, বাংলা থেকেও পাল্টা কিছু ছবি করা দরকার। বিশেষ করে টলিউডের পরিচালক, প্রযোজক, অভিনেতাদের এবিষয়ে এগিয়ে আসা উচিৎ।
আরও পড়ুন- যোগীরাজ্যে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন ক্ষিপ্ত জনতার