‘ভবানীপুরে যিনি প্রথম হবেন, জিতবেন, তিনি শুক্রবার মনোনয়ন পেশ করেছেন’ আত্মবিশ্বাসী কুণাল ঘোষ

Must read

দীর্ঘদিনের কেন্দ্র ভবানীপুর ছাড়ার কথাও বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন বেশ কয়েকবার| তিনি বলেছিলেন, ‘ভবানীপুরকে দুঃখ দিতে চাই না।’

আরও পড়ুন- ‘ভবানীপুরে যিনি প্রথম হবেন, জিতবেন, তিনি শুক্রবার মনোনয়ন পেশ করেছেন’ আত্মবিশ্বাসী কুণাল ঘোষ

নন্দীগ্রাম ছিল মমতার জন্য এক অন্য রকমের চ্যালেঞ্জ। একসময়ের যে ছিল তার সহযোদ্ধা সেই শুভেন্দুর বিরুদ্ধে চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত নন্দীগ্রামে কাঙ্খিত জয় আসেনি। সেই নিয়ে মালা চলছে আদালতে। সেই কারণেই উপনির্বাচনে এবার ভবানীপুরে প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বার আবেগের থেকে বেশি লড়াইয়ের বার্তা স্পষ্ট হল মমতার গলায়। ২০২৪কে পাখির চোখ বানিয়ে এটা প্রথম ধাপ বলে উল্লেখ করলে তিনি। উপনির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথম বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘২০২৪-এর দিকে তাকিয়ে একটা বড় খেলা হবে। ভোটটা কিন্তু দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ ২0২৪-এর দিকে তাকিয়ে একটা বড় খেলা হবে। এই খেলা হয়ে গেলে সব খেলায় জিততে হবে।’

আরও পড়ুন- ৯/১১ হামলায় হাত ছিল সৌদি আরবের, চাঞ্চল্যকর অভিযোগ আমেরিকার

শুক্রবার তিনি এই উপনির্বাচনে লড়াইয়ের জন্য নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত আজ ১৩ই সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী টিবরেওয়াল।

এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন,” ভবানীপুরে যিনি প্রথম হবেন, জিতবেন, তিনি শুক্রবার মনোনয়ন পেশ করেছেন।

যাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য লড়ছেন, তাঁরা সোমবার মনোনয়ন দিলেন।”

কুণাল ঘোষ নিজের টুইটের মাধ্যমে কার্যত স্পষ্ট করে দিলেন যে যিনি ভবানীপুরে প্রথম হতে চলেছেন তিনি সবার প্রথমেই মনোনয়ন জমা দিয়েছেন।আর যারা দ্বিতীয় আর তৃতীয় স্থানের জন্য লড়াই করছেন তারা আজ সোমবার মনোনয়ন দিলেন।”

 

Latest article