Shrabanti Issue: শ্রাবন্তীর দল ছাড়া নিয়ে আর্থিক লেনদেনের নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

Must read

প্রতিবেদন : শ্রাবন্তীর দল ছাড়া অন্যদিকে মোড় নিল। কুণাল ঘোষ তথাগত রায়ের মন্তব্যকে ধরে বিজেপির (BJP) বিধানসভা নির্বাচনে আর্থিক লেনদেনের নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

কুণাল ঘোষ (Kunal ghosh) বললেন , ‘শ্রাবন্তী (srabanti) ইস্যুতে তথাগত রায় বলেছেন: ভোটের আগে অনেককে দলে নিতে ‘অপরিসীম’ টাকা ব্যবহার করেছিল বিজেপির কিছু নেতা। অবিলম্বে ইডি এবং সিবিআই তদন্ত চাই। বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, বর্ষীয়ান নেতা যখন ‘অপরিসীম’ টাকা লেনদেনের কথা বলেছেন তখন PMLA অনুযায়ীও তদন্ত হোক।’

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্যুইট করে দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তীর তোপ, বাংলার উন্নয়ন নিয়ে বিজেপি ভাবে না। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে বাংলার বিজেপির। আট মাসের মধুচন্দ্রিমা শেষ! এসব দেখে তথাগত ‘ট্যুইট’ রায় যথারীতি কটাক্ষ করে বলেছেন, আমি তো বলেছিলাম এসব নগরনটীদের দিয়ে কিছু হবে না। যাক, ঘাড় থেকে ভূত নামল।

আরও পড়ুন : Dwijen mukhopadhyay : জন্মদিনে স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের মুখে ১ মার্চ, ঢাকঢোল পিটিয়ে দিলীপ-কৈলাস শ্রাবন্তীর হাতে পতাকা তুলে দিয়েছিলেন। রফা হয়েছিল প্রার্থী হবেন। হয়েওছিলেন। বেহালা পশ্চিমে রাজ্যের স্টলওয়ার্ট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। হেরেওছিলেন জবরদস্তভাবে। তারপর আহত এবং অবসৃত। এবং মাস কয়েক পরে জ্ঞানচক্ষুর উন্মীলন। এসব দেখে বিধানসভা ভোটে শ্রাবন্তীর বিরুদ্ধে প্রার্থী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপিতে কেউ থাকতে পারছে না। আর শ্রাবন্তীর অবশেষে বোধোদয় হয়েছে সেটাও জানতে পারলাম। শোনা যাচ্ছে নায়িকা নাকি গোলকধাঁধার পথ ছেড়ে এবার সোজা পথে শাসক শিবিরের আশ্রয় পাওয়ার অপেক্ষায় রয়েছেন

 

 

Latest article