প্রতিবেদন : শুধু রাজনীতিজ্ঞ নয়। কুণাল ঘোষের (Kunal Ghosh) আরও একটি পরিচয় সাংবাদিক, লেখক এবং ঔপন্যাসিক। নানা কাজে ব্যস্ত থাকলেও নিয়মিতই তিনি সাহিত্য চর্চা করে থাকেন। তাঁর লেখা বহু ক্ষেত্রে সমাদৃত হয়েছে। বারে বারে। এমনকী বন্দিজীবনেও নিয়মিত লেখালিখি চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এবার সেই উপন্যাসগুলো নিয়ে আসা হল এক মলাটে। প্রকাশিত হল ‘উপন্যাস সমগ্র’র (১)। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সন্ধ্যায়, অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে এক ঘরোয়া অনুষ্ঠানে। প্রাক্তন সাংসদ এবং লেখক-সাংবাদিক কুণালের লেখা পাঁচটি উপন্যাস রয়েছে এই সঙ্কলনটিতে। দীপ প্রকাশন প্রকাশিত বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, লেখক কুণাল (Kunal Ghosh) স্বয়ং, দীপ প্রকাশনের অন্যতম কর্ণধার দীপ্তাংশু মণ্ডল, আইনজীবী সঞ্জয় বসু প্রমুখ। প্রথম খণ্ডটিতে স্থান পাওয়া পাঁচটি উপন্যাস হল— ‘পূজারিনি’, ‘শাস্তির পর’, ‘হে বান্ধবী’, ‘পথ হারাব বলেই’ এবং ‘তখনও সবটা বলিনি’। এই উপলক্ষে বইয়ের প্রচ্ছদের ছবি-সম্বলিত কেক কাটা হয়।
আরও পড়ুন: রাজ্য শিল্পবান্ধব: আগ্রহী শিল্পপতিরা, আসানসোল-দুর্গাপুরে নতুন করে শিল্পস্থাপনের উদ্যোগ