‘এবার ৩০-৩৫টি আসন পাবে তৃণমূল কংগ্রেস’ হিসেবে দেখালেন কুণাল ঘোষ

উনিশের নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি ছেড়ে রাজ্যের শাসকদলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়।

Must read

লোকসভা নির্বাচনে (Loksabha Election) বাংলা থেকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)কত আসন পাবে আর সেই নিরিখে বিজেপির আসন সংখ্যা কত হবে এই নিয়ে জল্পনা তুঙ্গে। বামেরা এবার খাতা খুলতে পারবে কিনা সেই নিয়েও চলছে জোর আলোচনা। লোকসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে, ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে ভবিষ্যদ্বাণী করলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন-‘গাইডলাইন জারি করুন’, কমিশনকে চিঠি মহুয়া মৈত্রের

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, ‘২৪শে মার্চের পরিসংখ্যান অনুযায়ী বাংলা থেকে এবার ৩০-৩৫টি আসন পাবে তৃণমূল। সেই সংখ্যা বাড়তেও পারে। তৃণমূল পাবে ৫৮-৬২ শতাংশ ভোট। ৫ থেকে ১১টি আসন পাবে বিজেপি। আর গেরুয়া শিবির ৩০-৩২ শতাংশ ভোট পাবে। চব্বিশের লোকসভা নির্বাচনে শূন্যই থাকবে বাম-কংগ্রেস।’

 

আরও পড়ুন-নেতা-কর্মীদের সঙ্গে দিনভর প্রচারে বেরিয়ে খেললেন আবির, দেবের রোড শোয়ে জনবিস্ফোরণ

প্রসঙ্গত, উনিশের নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি ছেড়ে রাজ্যের শাসকদলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। একুশের বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্যে কেমন হতে পারে এবারের লোকসভার ফল?

Latest article