সেজেগুজে মেকি দরদিদের পোস্ট, ধুইয়ে দিলেন কুণাল

Must read

প্রতিবেদন : প্রতিবাদীদের জন্য এত দরদ! রীতিমতো সেজেগুজে ফ্যাশন প্যারেডের ঢঙে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। পোস্টের সঙ্গে আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার। এভাবেই এখন প্রতিবাদ-আন্দোলনে শামিল বিপ্লবী সেলেবরা! মেকি বিপ্লবীদের সেই ছবি তুলে ধরে তাঁদের ধুইয়ে দিলেন তৃণমূল নেতা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে সোমবার কুণাল (Kunal Ghosh) লেখেন, ‘এদের গ্যাস খেয়ে ওদিকে ওরা অনশনে। এদিকে বিবেকের কোটিং মেরে পোজ দিয়ে ফ্যাশন প্যারেড চলছে। যদি অনশনরতদের প্রতি সত্যি দরদ থাকে, কোনও মানুষ এই পোস্ট করতে পারে না।’ দুর্গোৎসবের আবহে জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন শুরু হতেই রাজ্যের সিনিয়র ডাক্তার ও নাগরিক সমাজের একাংশ এই আন্দোলনের সমর্থনে সুর চড়িয়েছিলেন। এই সব মেকি দরদিদের মুখোশ খুলে দিলেন কুণাল। মুখে বলছেন, উৎসব নয়, বিচার চাই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাঁরাই জমিয়ে উৎসবে শামিল হয়েছেন। নিজেরা উৎসব করবেন আর অন্যদের অনশনে উৎসাহ দেবেন! একই সঙ্গে কুণাল (Kunal Ghosh) এদিন সিবিআই নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, এতদিন বলা হচ্ছিল সিবিআই চাই। সেই সিবিআই চার্জশিট দিল, সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, এই চার্জশিট মানা হবে না। সেখানে কেন একজনের নাম! আজব দাবি। কেন বাকিদের নাম নেই। এখন বলা হচ্ছে রাজভবন চল। এই নিয়ে তীব্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, ‘আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের। এতদিন ছিল উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে, সিবিআই চার্জশিট মানি না। কেন একজনকে? যাকে পুলিশই ধরেছে। ওরা নাকি রাজভবন যাবে। ইয়ার্কি হচ্ছে? যে জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্ত সংক্রান্ত নথিতে সই করে মান্যতা দিয়ে পরে চেপে গিয়ে বিপ্লবে, এবার আগে তাদের গ্রেফতার করে জেরা করুক সিবিআই। কাদের কথায় অবস্থান বদল? নিজেদের ইচ্ছেমতো তদন্ত, কোর্ট চালাবে এরা? ভেবেছে কী? নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চায়।

আরও পড়ুন- জেলায় জেলায় শুরু কার্নিভাল, কাল রেড রোডের প্রস্তুতিও সারা

Latest article