বিরামহীন হিংসার মধ্যে দিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election) শেষ হয়েছে। ভোটের পরেও চলেছে রক্তপাত, মৃত্যু, জখম। এসব নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এই ধরনের সন্ত্রাস বাংলায় বিরোধীরা যা করেছে, তা খুব খারাপ। আগের থেকে পরিস্থিতি ভাল।’
আরও পড়ুন-লঙ্কার দাম কমাতে উদগ্রীব মধ্যবিত্ত, গ্যালিফ স্ট্রিটের হাটে চারার চাহিদা তুঙ্গে
এই নিয়ে রবিবার তিনি সরব হন। কুণাল ঘোষ বলেন, ‘বাঙালি হিসেবে আমি লজ্জিত, মর্মাহত। মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। আর কতদিন এসব চলবে? যুগের পর যুগ ধরে চলে আসছে। কিন্তু আমরা বদলাতে পারছি না। কেন প্রাণহানি শূন্য করা যাচ্ছে না? আমি অত্যন্ত ক্ষুব্ধ।’
আজ রাজ্যে হল পুনর্নির্বাচন। সেখানে গন্ডগোলের কথা প্রায় শোনাই যায়নি। তবে বেশ কিছু ক্ষেত্রে বিরোধীরা নিজেদের মনগড়া গল্প বানিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষকে। ভয়ের পরিবেশ তৈরি করার চিন্তা করছে। এই অবস্থায় এদিন শুভেন্দুর টুইটের পাল্টা কুণাল ঘোষ টুইট করে জানান, ‘অল্প সংখ্যক বুথে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কেন্দ্রীয় বাহিনী, যাবিজেপির অনুরোধে এসেছিল নীরবে দেখেছিল কারণ টিএমসি কর্মীরা বেশিরভাগ নিহত হয়েছে। বিজেপি কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতার ভয়ঙ্কর ঘটনার দায়ভার কে নেবে? এমনকি নির্বাচনের পরে, গতকাল, তারা নির্মমভাবে তৃণমূলের তমলুক শহরের সভাপতি চঞ্চল খাঁড়াকে আক্রমণ করেছিল। সত্য হল কয়েকটি বুথ বাদে অন্য সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু বিজেপি তাদের ভুয়ো গল্প বিশ্বাস করিয়ে জনসাধারণকে বোকা বানাতে উদ্যত হয়েছে। ৬ হাজার বুথে পুনঃভোটের এই দাবি একই দিকে পরিচালনা করে। তারা জানে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। প্রতিটি নতুন মনগড়া গল্প অপমান প্রশমিত করার চেষ্টা।’\
Irregularities were reported in a minuscule number of booths. Even there the Central Forces, which @BJP4Bengal had implored for, watched in silence as TMC workers accounted for majority of the causalties.
And who’ll take accountability for horrific incidents of violence… https://t.co/tZfs8CEhwI
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 10, 2023