১০ই নভেম্বর শুভেন্দু নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করেছিলেন, ‘কেউ শোকে আচ্ছন্ন হয়ে প্রয়াত সুব্রত মুখার্জির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পরিবর্তে ১০০০ প্লাস অতিথিদের একটি জমকালো পার্টিতে যোগদান করা বেছে নেওয়া হয়েছে মিশতিকা ভোজে যেখানে ছিল ৩০টি আইটেমের একটি সুস্বাদু মেনুতে খাওয়া; ইকো পার্ক’
আরও পড়ুন-আদি বিজেপিতে এবার বিদ্রোহ
তার এই মন্তব্যকে কটাক্ষ করে আজ রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় ব্যক্তিদের কিভাবে নিজের জায়গায় রাখতে হয় তার থেকে শিখবেন না। কুণাল ঘোষ নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন,
‘সুব্রতদাকে সম্মান দেওয়া
@MamataOfficial
শুভেন্দুর কাছ থেকে শিখবেন না।
2009 সালে ওর বাবা শিশির অধিকারীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথের অনুষ্ঠান বয়কট করে ও কেন ফিরে এসেছিল, কেন ওর বাবা কেঁদে ফেলেছিলেন, সেটা একটু প্রকাশ্যে আলোচনা হবে নাকি?’
সুব্রতদাকে সম্মান দেওয়া @MamataOfficial শুভেন্দুর কাছ থেকে শিখবেন না।
2009 সালে ওর বাবা শিশির অধিকারীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথের অনুষ্ঠান বয়কট করে ও কেন ফিরে এসেছিল, কেন ওর বাবা কেঁদে ফেলেছিলেন, সেটা একটু প্রকাশ্যে আলোচনা হবে নাকি? https://t.co/WtVvOqqBFl
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 11, 2021