সাক্ষী-বদলাপুর নিয়ে গান হবে না? কুণালের কটাক্ষ অরিজিৎকে

Must read

প্রতিবেদন : বিবেক শুধু জাগে বাংলায়! গান হয় বাংলার ঘটনা নিয়ে। কিন্তু বদলাপুর বা সাক্ষী মালিকদের নিয়ে তো গান হয় না? সম্প্রতি আরজি কর-কাণ্ড নিয়ে অরিজিৎ সিং-এর গান ‘আর কবে’ প্রকাশ্যে আসতেই কটাক্ষের তির ছুঁড়লেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে সব মহল। তৃণমূলও বিচার চেয়ে প্রতিবাদে রাস্তায়। এই আবহে শিল্পী অরিজিৎ সিংয়ের একটি গান প্রকাশিত হয় ‘আর কবে?’ শুক্রবার কুণাল (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়ায় লেখেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ? প্রতিবাদ নিয়ে সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই প্রতিবাদ আর অন্যত্র হলে চুপ থাকা কেন!

আরও পড়ুন- আদিবাসী নির্যাতিতাকে হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

Latest article