প্রতিবেদন : চোরের মায়ের বড় গলা। রাজ্য বিজেপি নেতাদের অবস্থা তাই। দলে কেন্দ্রীয় থেকে রাজ্যের একাধিক নেতা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। অথচ তারাই দুর্নীতি নিয়ে সবচেয়ে সরব। সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে ৫০ কোটি টাকা-সহ বিপুল সোনার গয়না। এই অর্পিতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই, তবুও শাসকদলকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রবাদ আছে, যাদের কাঁচের ঘরে বাস, তাদের অন্যের দিকে ঢিল ছুঁড়তে নেই। একথা ভুলে গিয়েছিলেন দিলীপ।
স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh- Dilip Ghosh) দিলীপের আপ্তসহায়কের থেকে কোটি কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গ তুলে তাঁকে ধুইয়ে দিলেন। কুণালের প্রশ্ন, আপ্তসহায়কের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেই তদন্ত কোথায় গেল? কুণাল (Kunal Ghosh- Dilip Ghosh) স্পষ্ট জানান, যে অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূলের কেউ নন। তাও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ও দল। কিন্তু দিলীপের আপ্তসহায়কের কাছ থেকে পাওয়া কোটি কোটি টাকার তদন্তের কী হল? তখন পুরো ব্যাপারটা নির্বাচন কমিশনের অধীন ছিল। বিজেপি সহজেই তা ধামাচাপা দিয়ে দেয়। কুণালের পাল্টা প্রশ্ন, সেই টাকা যে দিলীপ ঘোষের তোলাবাজির টাকা নয়, তার প্রমাণ কী?
আরও পড়ুন: নবান্নে নিরাপত্তা: বসছে স্মার্ট গেট, ঢুকতে বিশেষ কার্ড