প্রতিবেদন : দল নেমে এসেছে শূন্যে। সোশ্যাল মিডিয়ায় বিরাট হাবভাব, কিন্তু বাস্তবে মাঠেঘাটে সংগঠন শূন্যে ঠেকেছে। সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মহম্মদ সেলিম কুকথার রাজনীতি করে আপাতত খবর হতে চাইছেন। ফলে কুকুর প্রসঙ্গ তাঁর পিছু ছাড়ছে না। বা বলা ভাল, তিনি কুকুরের পিছু ছাড়ছেন না। তিনি এর আগেই রাজ্যের পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন।
আরও পড়ুন-একুশ বছর পর
রবিবারও বীরভূমের রামপুরহাটে তিনি ফের নাটুকেপনা করেন। বলেন, পুলিশের সঙ্গে কুকুরের তুলনা করে কুকুরের অপমান করেছি। তাই কুকুরদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। সেলিমের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর তোপ, যাঁরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলতেন, তাঁদের এমন সংস্কৃতিই হবে। এটা তাঁদের জেনেটিক সমস্যা। ওঁদের জমানায় পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছিল। সেলিম ভুলে গেলেন, তাঁরা কীভাবে পুলিশকে কাজে লাগিয়েছেন? সেলিম যা করলেন, তাতে আমাদের উচিত, দলমত নির্বিশেষে এই সংস্কৃতির তীব্র নিন্দা করা। কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরাই পুলিশে চাকরি করেন।