জ্বালানীর শুল্ক কমানো নিয়ে কেন্দ্রকে কটাক্ষ কুণালের

Must read

প্রতিবেদন :  পেট্রোল ডিজেলের দামে শুল্ক কমানো নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন “তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক।
কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক। ”

দীপাবলির আগে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর আরও মহার্ঘ হয় দাম। ফলে এই শুল্ক কমলে জ্বালানির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। ৪ নভেম্বর থেকে নয়া দাম লাগু হবে।

আরও পড়ুন : দীপাবলী ও কালীপুজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

দেশের পেট্রোল-ডিজেলের দাম এখনও সর্বকালীন উচ্চতায়। মঙ্গলবারও কলকাতায় ১১০ টাকা পার করেছিল পেট্রোল। ডিজেলের দামেও সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয়েছিল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা।

আরও পড়ুন : “জয় মা কালী, পাঁঠা বলি!”

পাশাপাশি অমিত শাহের পুরভোট উপলক্ষে ত্রিপুরা সফর নিয়েও কটাক্ষ করেছেন তিনি। কুণাল ঘোষ টুইট করে লিখেছেন, “ত্রিপুরায় নাকি তৃণমূলকে দেখাই যাচ্ছিল না?এখন সামলাতে অমিত শাহ ও দিল্লির নেতাদের ডাকতে হচ্ছে। ভাই তোমরা শুভেন্দুকেও নিয়ে যাও। ওই মুখ ঘোরালে তৃণমূলের উপকার। যত ঘুরবে, যত বকবে, তত মানুষ তোমাদের থেকে সরে যাবেন।”

 

Latest article