বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে আবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার তিনি তার টুইটার হ্যান্ডেলে লেখেন বাংলায় ভোট পরবর্তী হিংসা থামছেই না। এদিন সকালে সাংসদের বাড়ির সামনে বোমাবাজির প্রসঙ্গ তুলে তিনি বলেন রাজ্যে আইন শৃঙ্খলা তার খুব চিন্তার বিষয় বলেই মনে হচ্ছে। নিজের টুইটে আবার পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
যদিও এটা প্রথমবার নয়, ধনখড়ের এই আচরণ ভোটের আগে ও পরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই বিরক্তির কারণ হয়ে উঠেছিল। বার বার তিনি বিজেপির প্রতি নিজের দুর্বলতা আচরণের মধ্য দিয়ে প্রকাশ করে চলেছেন। এই নিয়ে বার বার প্রতিবাদ করেছেন বিরোধীরা। রাজ্যপাল হিসেবে যেখানে তার নিরপেক্ষ থাকার কথা সেখানে তার এহেন আচরণ সকলের ক্ষোভের কারণ হয়ে যাচ্ছে।
তার টুইটের পরেই রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইট ভবানীপুর কেন্দ্রে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন তার এই টুইট বিপ্লব মানুষ আর ভাল চোখে নিচ্ছে না। কুণাল ঘোষ এদিন আরো লেখেন
“টুইটে কুৎসার ফাঁপা বীরত্ব কত দেখাবেন?
বিজেপির অভিভাবক হওয়ার যদি এত শখ, বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান। সকাল থেকে এই আবর্জনার মত টুইটগুলোকে বাংলার মানুষ কীভাবে দেখেন, বুঝে যাবেন।”
তবে আপাতত কুণাল ঘোষের টুইটের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড়কে কোন প্রতিক্রিয়া দিতে দেখা দেখা যায়নি।
টুইটে কুৎসার ফাঁপা বীরত্ব কত দেখাবেন?
বিজেপির অভিভাবক হওয়ার যদি এত শখ, বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান। সকাল থেকে এই আবর্জনার মত টুইটগুলোকে বাংলার মানুষ কীভাবে দেখেন, বুঝে যাবেন।@jdhankhar1 instead of opposing CM by tweet, please contest as BJP candidate in Bhabanipur. https://t.co/a2mY9WR8mk— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 8, 2021