ত্রিপুরাতে বিজেপির মিছিল নিয়ে টুইটে তোপ দাগলেন কুণাল ঘোষ

Must read

ত্রিপুরায় তৃণমূল ও বামেদের বিরুদ্ধে এবার পথে নামল বিজেপি। আগরতলায় মিছিল করছে গেরুয়া শিবিরের। এই নিয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মুখ খোলেন। ট্যুইট করেন, “মহামারী আইন দেখিয়ে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হয়। অথচ আজ বিজেপি মিছিল করছে। মহামারী আইনের গায়ে কি দলের নাম লেখা আছে? পুলিশ প্রশাসন এখন দেখতে পাচ্ছে না? আসলে ভয় পেয়েছে বিজেপি।”

প্রসঙ্গত ‘খেলা হবে’ দিবসকে কেন্দ্র করে বিজেপি প্রতিবাদী হয়ে উঠেছিল, এমনকি এই নিয়ে রাজ্যপালের দ্বারস্থও হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে কুণাল ঘোষ কিছুদিন আগেই জানিয়েছেন, ‘শহিদ ফুটবলপ্রেমীদের স্মরণে রাজ্যে আগে থেকেই এই দিনটিতে খেলা হবে দিবস পালিত হত। রক্তদান শিবিরের আয়োজন করা হত। সরকার শুধু আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে মাত্র। শুভেন্দু অধিকারী বাংলা, এমনকি বিজেপির ইতিহাস না জেনে হুক্কা হুয়া ডাক দিয়ে নিজের ঢাক পেটাতে ব্যস্ত।’

 

Latest article