প্রতিবেদন : মানুষের রায়ে বাতিল হয়ে যাওয়া কিছু অতৃপ্ত আত্মা সামনে চাকরিপ্রার্থীদের রেখে পিছন থেকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার খেলায় নেমেছে। অরাজনৈতিক মোড়কে এটা আসলে তাঁদের রাজনীতি। সোমবার শহরে চাকরিপ্রার্থীদের ‘অরাজনৈতিক’ মিছিলকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন হকের চাকরির দাবিতে যৌথভাবে পথে নামে চাকরিপ্রার্থীদের কয়েকটি সংগঠন। কুণালের (Kunal Ghosh) দাবি, মিছিলের সামনে চাকরিপ্রার্থীরা থাকলেও মিছিলের পিছনে ছিলেন রাজনীতির লোকেরাই। ছিলেন অনেক বহিরাগত অতৃপ্ত আত্মা। এরাই চাকরিপ্রার্থীদের আন্দোলনকে ভুল পথে পরিচালিত করছে বলে এদিন অভিযোগ করেন কুণাল। কুণাল ঘোষ বলেন, কারা চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে ভাইফোঁটা নিতে গিয়েছিল আমরা দেখেছি। ন্যায্য প্রার্থীদের নিয়োগের জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আন্তরিক ভাবে সমস্যা ও আইনি জট কাটিয়ে আদালতের নির্দেশ মেনে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার চেষ্টা চালাচ্ছেন। নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হয়েছে। প্রাথমিকে নিয়োগের জন্য এ মাসেই নির্বিঘ্নে টেট পরীক্ষা শেষ হয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়াও এগিয়ে চলেছে। এরই মধ্যে প্ররোচনা দিয়ে চাকরিপ্রার্থীদের ভুল পথে চালনা করতে আসরে নেমেছে কিছু রাজনৈতিক ধান্দাবাজ। কুণাল এদিন জোরের সঙ্গেই বলেন, যাঁরা যোগ্য তাঁদের আশঙ্কার কোনও কারণ নেই। রাজ্য সরকার সম্পূর্ণ নিয়ম মেনে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শেষ করে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেবে।