আরও মামলা, রামায়ণ হাতে আগরতলায় কুণাল

Must read

কলকাতা ও আগরতলা : তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা দিল ত্রিপুরা সরকার। হুবহু এক মামলাগুলির সংখ্যা দাঁড়াল নয়। এদিনই আগরতলা পৌঁছন কুণাল। দমদম বিমানবন্দরে তাঁর হাতে ছিল একগুচ্ছ বই। বাল্মীকি রামায়ণ থেকে শুরু করে শিক্ষাবিদদের নানা ব্যাখ্যা। কুণাল বলেন, ‘‘রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি তৃণমূলকে ভয় পেয়ে হামলা, মামলার পথে আছে। ওরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে হামলা করছে। আর আমি মা সীতার পাতালপ্রবেশ বললে মামলা দিচ্ছে। বিজেপি বিজ্ঞপ্তি জারি করে বলুক ওদের রাজ্যে ওরা রামায়ণের কতটা ব্যবহার করবে আর আমরা কোন অংশ বললে মামলা দেবে।’’

আরও পড়ুন : ত্রিপুরায় প্রার্থীর বাড়িতে বিজেপি গুন্ডাদের হামলা, প্রতিবাদে ধরনায় তৃণমূল

কুণালের হাতে ছিল রামায়ণ ও রামায়ণ সংক্রান্ত গবেষণার বইপত্র। তিনি বলেন, ‘‘পুলিশের তদন্তকারীদের এসব দেখিয়ে বলব আমি মনগড়া কিছু বলিনি। বিজেপিকে বলা হোক রাজনীতি থেকে ধর্ম দূরে রাখতে।’’
এদিকে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী এদিন চিঠি দেন ত্রিপুরা পুলিশের ডিজিকে। তাতে বলা হয়েছে ভিত্তিহীন একই অভিযোগে মানসিক ও শারীরিকভাবে হেনস্তার জন্য বিভিন্ন থানায় মামলা দিয়ে ডাকছে পুলিশ। অবিলম্বে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা হোক। কোনও ক্ষতি হলে ডিজি দায়ী থাকবেন। চিঠির কপি দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার, রাজ্যপাল ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে। কুণাল বলেন, ‘‘ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর তৃণমূল আরও উদ্দীপ্ত। বিজেপি ভয় পেয়ে হামলা, মামলা করছে। পুলিশকে অকারণ এত পরিশ্রম না করিয়ে আমাকে গ্রেফতার করুক।’’
এদিন সন্ধ্যায় আগরতলা পৌঁছে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কুণাল। দলের প্রচারে শামিল হন। সুবল ভৌমিক, সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ নেতারা একাধিক কর্মসূচিতে ছিলেন।

Latest article