শতরূপের অশালীন মন্তব্য আইনি নোটিশ কুণালের

২২ লাখি গাড়ির অভিযোগের জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ ও তাঁর প্রয়াত বাবাকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

Must read

প্রতিবেদন: ২২ লাখি গাড়ির অভিযোগের জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ ও তাঁর প্রয়াত বাবাকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। অভিযোগের জেরে শতরূপ ঘোষকে আইনি নোটিস দিলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীর পাঠানো এই নোটিসে শতরূপের সঙ্গেই অভিযোগ আনা হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধেও।

আরও পড়ুন-বেহাল আর্থিক পরিস্থিতি, ১৫.৪৩ লক্ষ কোটি টাকা ঋণ নেবে মোদি সরকার

অভিযোগ, তাঁদের অনুমোদনেই দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন শতরূপ। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও এখনও পর্যন্ত শতরূপের মন্তব্যের নিন্দা করেননি ওই দুই নেতা। এতেই প্রমাণিত যে ওঁরাও কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক। নোটিসে বলা হয়েছে ৭২ ঘণ্টার মধ্যে তিনজনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাহলে ফৌজদারি বা দেওয়ানি মামলা করা হবে। শতরূপের কেনা গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন-সাংসদ-বিধায়কদের ক্ষেত্রে রায়দানে আরও সতর্ক থাকুন

কুণালের প্রশ্ন, নির্বাচনী হলফনামায় মাত্র ২ লক্ষ টাকার মালিক শতরূপ। ২০২৩ সালে কীভাবে ২২ লাখি গাড়ির মালিক হলেন। জবাবে শতরূপ নথি দেখিয়ে দাবি করেন গাড়িটি তাঁর বাবার টাকায় কেনা। এরপরই শতরূপ কুৎসিত ভাষায় কুণালকে ব্যক্তিগত আক্রমণ করেন। বলেন, আমি আমার বাবার একমাত্র সন্তান, কুণাল ঘোষের বাবার নামে বা বেনামে একাধিক সন্তান থাকতে পারে। টেস্টটিউব বেবি বলেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেন।

Latest article