প্রতিবেদন : আগামী শনিবার থেকে লাগাতার সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছেন কুর্মিরা (Kurmi)। এই অবরোধ রুখতে রেল ও রাজ্যকে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ তাঁদের নির্দেশে বলেন, এই বিষয়ে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন-আইনজীবীর বাড়ির সামনে দুষ্কৃতীদের তাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত নেতাজিনগর থানার পুলিশ
মামলায় আবেদনকারীর অভিযোগ, শনিবার ফের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ আশপাশের এলাকায় অবরোধের ডাক দেওয়া হয়েছে।