কুর্মিদের সঙ্গে বৈঠক, দাবি যুক্তিপূর্ণ মানলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : কুর্মিদের (Kurmi- Mamata Banerjee) সংরক্ষণের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করছে রাজ্য। তাঁদের প্রতি সহানভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপে আন্দোলনের পথ থেকে সরে এসেছে কুর্মিরা। এর মধ্যে বুধবার কুর্মি সমস্যা নিয়ে জঙ্গলমহলের আদিবাসী মন্ত্রী-বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন কুর্মি নেতারাও। বৈঠকে কুর্মিদের সমস্যার কথা জানতে চান মুখ্যমন্ত্রী (Kurmi- Mamata Banerjee)। বৈঠকে কুর্মি সমাজের পক্ষে উপস্থিত ছিলেন শুভেন্দু মাহাতো, সুনীল মাহাতো ও বিজয় মাহাতো। এছাড়াও তৃণমূল বিধায়ক শান্তিরাম মাহাতো ও সুশান্ত মাহাতো-সহ ঝাড়গ্রাম ও পুরুলিয়ার তৃণমূল নেতৃত্বও উপস্থিত ছিলেন। কুর্মিদের দাবি, তাদের তফসিলি উপজাতির মর্যাদা দিতে হবে। রাজ্য সরকারের বক্তব্য, কুর্মিদের জন্য এই সুপারিশ রাজ্য করতেই পারে, কিন্তু তা কার্যকর করা পুরোপুরি কেন্দ্রের হাতে। রাজ্য সরকার যে কুর্মিদের পাশেই আছে এদিন সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী। নবান্নে কুর্মিদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠকের পর তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করেন মুখ্যমন্ত্রী। কুর্মিদের তফসিলি উপজাতি ঘোষণার দাবি জানিয়ে কেন্দ্রের কাছে দ্রুত প্রস্তাব পাঠাবে রাজ্য, এমনই জানা গিয়েছে। কুর্মিদের উন্নয়নে কুর্মি উন্নয়ন বোর্ড গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গলমহলে আদিবাসী উন্নয়নে আরও জোর দেবে রাজ্য। এদিন কুর্মি আন্দোলনের প্রতিনিধিরা নবান্নে এসে প্রথমে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন। তারপর বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁরা মুখ্যমন্ত্রীকে জানান, কুর্মি উন্নয়ন বোর্ড থাকলেও তা কার্যত নিষ্ক্রিয়। তাঁদের একাধিক সমস্যার কথাও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন কুর্মিরা। যত দ্রুত সম্ভব সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে পূর্ব ঘোষণামতো এদিন খড়গপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বাংলোয় গিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ কুর্মিরা। বাংলোর গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে এখনও অনড় তাঁরা। বাংলোর সামনে বসে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। সাংসদ অবশ্য তখন সেখানে ছিলেন না। দিল্লি থেকে তিনি অবশ্য সাফ জানিয়ে দেন, যা বলেছেন ঠিক বলেছেন। ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। উল্টে ফের বিক্ষোভকারীদের মাতাল বলেও আক্রমণ করেন বিজেপি সাংসদ। কুর্মিদের উদ্দেশ্য করে দিলীপ ঘোষের কুৎসিত আক্রমণের জেরেই এই গন্ডগোলের শুরু। বিক্ষোভকারীরা সোমবার স্থানীয় বিজেপি অফিসেও হামলা চালায়।

আরও পড়ুন: অভিষেক মুশকিল আসান হয়ে হাজির হচ্ছেন জনতার দরজায়

Latest article