জাতীয়

অন্ধ্রে বাইকের সঙ্গে বাসের সংঘর্ষে আগুন! মৃত ২০

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnool Bus Accident) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident) ভয়াবহ অগ্নিকাণ্ড। চলন্ত বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। আহত বহু। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে, তাঁদের চিহ্নিত করা যাচ্ছে না। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (N. Chandrababu Naidu) এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ‘আত্মঘাতী’ মহিলা চিকিৎসক

পুলিশ সূত্রে জানা গেছে ৪০ জন যাত্রী নিয়ে বেসরকারি সংস্থার মালিকানাধীন এই এসি বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সামনে হঠাৎ বাইক এসে পড়ায় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই বাসে (Kurnool Bus Accident) আগুন লেগে যায়। যাত্রীরা অনেকেই সেই সময় ঘুমিয়েছিলেন। ফলে ঘটনার আকস্মিকতা বুঝে ওঠার আগেই অনেকের মৃত্যু হয়। কয়েকজন আগুন লেগেছে টের পেয়ে জানলা দিয়ে লাফ মেরে বেরোতে গিয়ে যথেষ্ট আহত হন। পুলিশ সূত্রে খবর, বাসে আগুন লাগার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছেন চালক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই সম্প্রতি ঘটে যাওয়া রাজস্থানের বাস দুর্ঘটনার স্মৃতি মনে করেছেন। চলছে উদ্ধারকাজ। সমাজমাধ্যমে পোস্ট করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

22 seconds ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago