রেশন কার্ডে কেওয়াইসি বাধ্যতামূলক

Must read

প্রতিবেদন: ফের কেন্দ্রীয় সরকারের নয়া ফরমান। এবার রেশন তুলতে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। দেশের কোটি কোটি রেশন গ্রাহক। তাদের বিনামূল্যে রেশন পেতে কেওয়াইসি করতে হবে। প্রতিমাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন সরবরাহ করা হয়। কিন্তু এবার থেকে রেশন গ্রাহকদের প্রয়োজনীয় আপডেট করাতে হবে। অন্যথায় রেশনের সুবিধা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে।
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দরিদ্র মানুষকে রেশন দেওয়া হয়। এর জন্য রেশন কার্ডে (ration card) সমস্ত তথ্য আপডেট করা জরুরি। যদি এই কাজ করা না হয় তাহলে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। পাঁচ ঊর্ধ্ব বয়সী সকল সদস্যকে ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে প্রথমে রাজ্যে সরকারের পিডিএস পোর্টালে যেতে হবে। সেখানে ই-কেওয়াইসি তে রেশন কার্ড (ration card) নম্বর এবং আধার দিতে যাচাই করতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করা আবশ্যক। ভুয়ো রেশন কার্ডের। কেন্দ্রের দাবি ভুয়ো রেশন কার্ড রুখতে এই পদক্ষেপ করা হয়েছে। জানিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন-মুম্বইয়ের রাস্তায় বাঙালি অভিনেত্রীর গাড়িতে হামলা, নীরব দর্শক পুলিশ

Latest article