প্যারিস, ৯ জানুয়ারি : জিনেদিন জিদানকে (Zinedine zidane- Kylian Mbappe) কটাক্ষ করেছিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েত। তাতেই চটেছেন কিলিয়ান এমবাপে। গ্রায়েতকে তোপ দেগে এমবাপের পাল্টা, ‘‘একজন কিংবদন্তিকে এভাবে অসম্মান করা যায় না।’’ এমবাপের এই তোপের পরেই ক্ষমা চাইতে বাধ্য হলেন গ্রায়েত।
জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশেঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। একটা সময় কোচ হিসেবে জিদানের নামও বাতাসে ভাসছিল। কিন্তু এখন ফরাসি মিডিয়ার খবর, ব্রাজিলের কোচ হতে পারেন জিদান। এই প্রসঙ্গে গ্রায়েত বলেন, ‘‘জিদান ব্রাজিলে? এতে আমার কিছু যায় আসে না। ও যা ইচ্ছে করুক। জাতীয় দলের কোচ হওয়া নিয়ে জিদানের সঙ্গে আমার কখনও কোনও কথা হয়নি।’’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘জিদান যদি আমাকে ফোন করত, তাহলেও কিছু হত না। আমি ওর ফোনই তুলতাম না।’’ গ্রায়েতের এই মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ এমবাপে (Zinedine zidane- Kylian Mbappe)। ফরাসি তারকা ট্যুইট করেন, ‘‘জিদানই ফ্রান্স। ওঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’’ এর পরেই প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নেন গ্রায়েত। তিনি বলেন, ‘‘নিজের মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি। জিদানের মতো কিংবদন্তিকে অসম্মান করার কোনও অভিপ্রায় আমার ছিল না।’’
আরও পড়ুন-পর্তুগালের নতুন কোচ মার্টিনেস