বিএলএ, কর্মীদের উজ্জীবিত করতে গেলেন শ্রমমন্ত্রী

Must read

সংবাদদাতা, ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের এসআইআর ওয়ার রুমের দায়িত্বে মন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার দুপুরে তিনি ঘাটালে ভোট রক্ষা শিবিরে গিয়ে এসআইআরের কাজ খতিয়ে দেখে বৈঠক করেন, ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে। সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। ব্লকের বিএলএ (BLA) ও নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন মন্ত্রী। দ্রুত কাজ শেষের নির্দেশ দেন। পরে সাংবাদিকদের জানান, বিজেপি ও কেন্দ্র সরকার এ-রাজ্যে বেছে বেছে তৃণমূলের সমর্থক ও ভোটারদের নাম কীভাবে বাদ দেওয়া যায় তার প্রক্রিয়া চালাচ্ছে। সেটা যাতে না হয়, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার রক্ষা করতে পারে সেজন্য আমাদের দলের পক্ষ থেকে বিএলএ (BLA) নিয়োগ করা হয়েছে। তাঁরা বিএলওদের সঙ্গে ভোটার তালিকা পর্যালোচনা করছেন। সেই কাজটাই দেখতে এসেছি।

আরও পড়ুন-সার-বিতর্কে জঙ্গিপুরে প্রস্তুতি বৈঠক, বিজেপিকে তুলোধোনা ঋতর

Latest article