উন্নয়নের অভাব, অভিষেকের কাছে আর্জি বিজেপি কার্যকর্তার

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এদিন ফের সরব হন অভিষেক। বলেন, শনিবার পর্যন্ত ১২ লক্ষ চিঠি জমা পড়েছে।

Must read

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) একের পর এক জনসভা, রোড শো (Road Show) করছেন। তাঁকে কাছে পেয়ে না না অভাব-অভিযোগ জানাচ্ছে অনেকেই। রবিবার, পূর্ব বর্ধমানের রায়নায় জনসভায় গিয়ে অভিষেক জানালেন, এক BJP-র কার্যকর্তা তাঁর কাছে গ্রামের রাস্তার আলোর দাবি জানান। এরপরেই তৃণমূল সাংসদ জানান, তিনি এররকম রাজনীতিই চান, যাতে এলাকার উন্নয়ন হবে। অভিষেকের কথায়, আরএসএস-এ যুবকও জানেন কাজ করে তৃণমূল।

আরও পড়ুন-পূর্ব বর্ধমানে জনসভা থেকে দুর্নীতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন, ভিড়ে টাসা জনসভায় অভিষেক জানান, “জামালপুর থেকে বেরিয়ে, আমি রায়নায় আসছিলাম। আমি নানা জায়গায় দাঁড়িয়েছি। আরএসএসের এক যুবক এসে বলল, সে বিজেপির কার্যকর্তা। সে বলল গ্রামের রাস্তায় আলো নেই। ল্যাম্পপোস্ট নেই। একটা করে দেবেন। আমি বললাম করে দেব। এমন রাজনীতি চাই। বিজেপির কার্যকর্তা সে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত শাহকে না বলে আমাদের বলল। কারণ সে জানে তৃণমূল সরকারই কাজ করে।“

আরও পড়ুন-আইএসসি ও আইসিএসই ফলপ্রকাশ, দুই শ্রেণিতেই প্রথম স্থানে বাংলার পড়ুয়ারা

এরপরেই অভিষেক জানান, গ্রামে কয়েকজন মহিলা তাঁকে নিয়ে গিয়ে একটি রাস্তার হাল দেখান। সেই রাস্তাটি পিএমজিএসওয়াই-এর অধীনে তৈরি। “আমি ওনাদের বললাম, নরেন্দ্র মোদির রাস্তা। কাজ হবে কীকরে!“ অনেক আবার তৃণমূল সাংসদের কাছে পানীয় জলের দাবিও জানান। সবার অভিযোগ মন দিয়ে শোনেন তিনি।

আরও পড়ুন-অভাবের কথা জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত বৃদ্ধের

এরপরেই কটাক্ষ করেন অভিষেক বলনে, “সন্ধের খবরে টক শো-তে দেখানো হয়, আমাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। আমি বলি মানুষের চাহিদা আছে আমাকে বলেছে৷ এমন কাজে আমি রোজ ১০০বার মানুষের সামনে যেতে রাজি আছি।“
কর্নাটাকের জয় নিয়ে বিজেপিকে তুমুল আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, অমিত শাহ বাংলায় এসে বলেছিলেন, তৃণমূল সরকার ২০২৫ সালে শেষ। আর নিজেরাই কর্নাটকে ফুস হয়ে গেল। দক্ষিণ ভারত থেকে বিজেপি হাওয়া হয়ে গেছে৷ পূর্ব ভারতেও নেই। মধ্যভারত আর কয়েকটা রাজ্যে আছে। শেষের শুরু হয়ে গেছে। ভোকাট্টা হওয়া সময়ের অপেক্ষা।“

আরও পড়ুন-আজ থেকে জি২০ সাংস্কৃতিক গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক, সাজো সাজো রব পুরীতে

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এদিন ফের সরব হন অভিষেক। বলেন, শনিবার পর্যন্ত ১২ লক্ষ চিঠি জমা পড়েছে। কেন্দ্রীয় প্রকল্পের অর্থের দাবিতে ১ কোটি চিঠি চেয়েছেন তাঁরা। সেই চিঠি নিয়ে দিল্লি গিয়ে বাংলার প্রাপ্য চাইবেন তাঁরা।
অভিষেক এদিন সভা থেকে বলেন, “কিছু বেনোজল ২০১১ সালে রাতারাতি তৃণমূলের বৃত্তে ঢুকে পড়েছিল। সেই বেনোজলকে সরাতে হবে।“

Latest article