সংবাদদাতা, জলপাইগুড়ি : আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার হয়েছেন জলপাইগুড়ি জেলার ধানচাষিরা। ঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ধান রোপণ দেরিতে শুরু হয়েছে, ফলে ফলন নিয়ে আশঙ্কায় চাষিরা। তবুও কৃষকরা আশা ছাড়েননি, পরিশ্রম বাড়িয়ে এবং সঠিক সার প্রয়োগ করে সর্বোচ্চ ফলন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুটিমারি গ্রামের বাইশা বাড়ি এলাকার ধানচাষি সমীর দত্ত বলেন, বৃষ্টি দেরিতে হওয়ায় আমাদের ধানের চারা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। জমি শুকিয়ে গিয়েছিল, তাই সঠিকভাবে রোপণ করা যায়নি।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী সুশাসনে জনমুখী প্রকল্পে বাংলায় এসেছে ‘ডিজিটাল বিপ্লব’
এবার দেরিতে চারা বসাতে হয়েছে। তবে যতটা সম্ভব শ্রম দিয়ে চেষ্টা করছি যাতে ফলন ভাল হয়। মেহেরিপাড়ার গণেশ রায়, পুটিমারি গ্রামের সঞ্জু রায়েরা বলেন, বৃষ্টির জলে ধান রোপণের ফলন আর পাম্প সেট দিয়ে রোপণের মধ্যে অনেক ফারাক। এ-কারণে এবছর ফলন খুব একটা ভাল হবে বলে মনে হচ্ছে না। বৃষ্টি না থাকায় পাম্প সেট দিয়ে রোপণ করতে হয়েছে। পরে বৃষ্টি হওয়ায় আশার আলো দেখছি। কৃষি আধিকারিক তিলক বর্মন জানান, বৃষ্টি দেরি হওয়ায় ধানচাষে সমস্যা তৈরি হয়েছে ঠিকই, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। কৃষকদের আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সার প্রয়োগ ও আগাছা নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছি। পাশাপাশি পাম্প সেট ও সরকারি সেচ প্রকল্পের মাধ্যমে যেসব এলাকায় জল কম সেখানে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আশা করছি, কৃষকেরা এবারও ধানের সঠিক ফলন পাবেন।