প্রতিবেদন: সৌরঝড়ের সাক্ষী হল লাদাখও। লাদাখের আকাশ শনিবার ভরে উঠল এক অসম্ভব সুন্দর অবিশ্বাস্য আলোয়। সাধারণত দুই মেরুপ্রদেশ থেকে দেখা যায় যে অরোরা বোরিয়ালিস, তারই সাক্ষী থাকল ভারতের লাদাখ। গোটা আকাশ ভরে উঠল গোলাপি আভায়। বিজ্ঞানীদের ভাষায় যার নাম অরোরা রেড আর্কস। তাৎপর্যপূর্ণভাবে মেরুপ্রদেশে যে আলো স্থিরভাবে দেখা যায় না, শনিবার সেই আলো প্রায় এক ঘণ্টা ধরে স্থিরভাবে দেখা গিয়েছে।
আরও পড়ুন-এবার তল্লাশি খাড়্গের কপ্টারেও
স্থানীয় মানুষ ও গবেষণার কাজে যুক্ত ভারতীয়রা এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গবেষকরা সৌরঝড়ের যে সম্ভাবনার কথা বলেছিলেন, তারই প্রভাবে এভাবে অরোরা বোরিয়ালিসের সাক্ষী থাকা গিয়েছে বলে জানা গিয়েছে। লাদাখের হানলে-তে অবস্থিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি-র ওবুলি চন্দ্রায়ন টেলিস্কোপে ধরা পড়েছে শনিবারের সৌরঝড়ের অদ্ভুত ছবি। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এত কম উচ্চতায় সাধারণত এই নর্দার্ন লাইটস দেখার ঐতিহাসিক পরিসংখ্যান নেই। রাত একটা নাগাদ গোটা আকাশ লাল আভায় ভরে যায়। সাধারণত যে ধরনের অরোরা দেখা যায় এটা তার থেকে আরও বেশি রঙিন বলে বিজ্ঞানীদের দাবি। লাদাখের পাশাপাশি এদিনের নর্দার্ন লাইটস অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর ও নিউজিল্যান্ডের বিভিন্ন এলাকা থেকেও দেখা যায়। লাদাখ থেকে ভারতের শক্তিশালী টেলিস্কোপে সৌরঝড়ের ছবিও ধরা পড়েছে।