নয়াদিল্লি : বিজেপির কুখ্যাত আইটি সেলের কীর্তি! মিথ্যার বেসাতি করা বিজেপির অমিত মালব্যরা ভারতের মানচিত্র থেকে বাদ দিয়ে দিলেন কাশ্মীর, লাদাখকে (Kashmir- Ladakh)। হইচই শুরু হতেই ছবি উধাও।
মোদি যখন ফ্রান্স সফরে ব্যস্ত সে সময় ঢাক পেটানোর জন্য প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভিডিও চিত্র তৈরি করে বিজেপি। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিও আপলোড হয়। কিন্তু ভিডিও আপলোড হতেই দেখা দেয় বিতর্ক। বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা অ্যানিমেটেড ফিল্মে ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ করা হয়েছে। ওই মানচিত্রে বাদ পড়েছে কাশ্মীর ও লাদাখ (Kashmir- Ladakh)। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য ওই ভিডিওটি ট্যুইট করেন। কিন্তু ভিডিও নিয়ে বিতর্ক দেখা দিতেই সোশ্যাল মিডিয়া থেকে সেটি রাতারাতি সরিয়ে নেওয়া হয়। এমনকী, দলের তরফেও কেউ এ বিষয়ে ক্ষমা চেয়ে কোনও কথাও বলেননি।
যথারীতি এই ঘটনায় বিজেপির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস সহ বিরোধীরা এবং নেটিজেনরা। ক্ষোভ উগরে দিয়ে অনেকে বলছেন, বিরোধী দল বা অন্য কেউ যদি এ ধরনের ভুল করত তবে বিজেপি এতক্ষণে তাকে পাকিস্তানে চলে যাওয়ার নির্দেশ দিত। নিশ্চিতভাবে দায়ের হত দেশদ্রোহিতার মামলা। আবার কেউ কেউ বলেছেন, আসলে বিজেপি যে ধরনের ভারতবর্ষ দেখতে চায়, তারা সে ধরনের মানচিত্রই প্রকাশ করেছে।
কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাত বলেছেন, যারা অন্যদের দেশপ্রেমের সার্টিফিকেট দিয়ে থাকে, তারা আসলে নিজেরাই প্রকৃত বিশ্বাসঘাতক। সে কারণেই তারা ভারতের মানচিত্র থেকে কাশ্মীর ও লাদাখকে বাদ দিয়েছে। ভারতীয় ভূখণ্ডের কিছু অংশকে চিন ও পাকিস্তানের বলে উল্লেখ করেছে। তবে এটা বিজেপির কোনও ভুল নয়। বরং মোদির দল ভারতের অখণ্ডতাকে নিয়ে খেলা করছে। বিজেপি যা চায় তারা ঠিক সেটাই করেছে। কিন্তু আমরা ভারতের আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনও আপস বরদাস্ত করব না। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি এই ভিডিও চিত্রে বিকৃত মানচিত্র প্রদর্শনের জন্য এবার কার বিরুদ্ধে মামলা হবে? কাকে জেলে পাঠাবে সরকার?
আরও পড়ুন- ১৭ মাস বেতন নেই চন্দ্রযানের যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থায়