প্রতিবেদন: ভোটের মুখে লাদাখ (Ladakh) পেল নতুন ৫টি জেলা। দশ বছর পরে বিধানসভার ভোট গ্রহণ হতে চলেছে জম্মু-কাশ্মীর উপত্যকায়৷ এই আবহে সোমবার জন্মাষ্টমীর দিন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের কথা জানাল কেন্দ্র৷ জন্ম নিল দ্রাস, জানস্কার, শাম, নুবরা এবং চামথাম জেলা। সোমবার সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিবৃতি জারি করে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ উদ্দেশ্যটা নিয়ে অবশ্য যথেষ্ট সংশয়ে রাজনৈতিক মহল। গোটা উপত্যকায় ভোটের আবহে হঠাৎ কেন লাদাখে এইভাবে নতুন পাঁচটি জেলা গড়ার কথা জানানো হল, সেই বিষয় নিয়ে অবশ্য কোনও কথাই বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একইরকমভাবে তিনি চুপ থেকেছেন পূর্ব লাদাখের (Ladakh) বিস্তীর্ণ অংশে চিনা সেনার আধিপত্য বিস্তারের বিষয় নিয়েও৷ গলওয়ানের সেনা সংঘর্ষের পরে প্যাংগং লেক সংলগ্ন পূর্ব লাদাখের বিস্তীর্ণ অংশে চিনা সেনার আধিপত্য কায়েম হয়েছে৷ এর জেরে দুদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বেশ কিছু গুরুত্বপূর্ণ পেট্রোলিং পয়েন্টে এখন আর টহলদারি করতে পারে না ভারতীয় সেনা৷ লাদাখের জেলা গঠন নিয়ে সোশাল মিডিয়ায় সোচ্চার হলেও পূর্ব লাদাখের নিরাপত্তা এবং অখণ্ডতা নিয়ে একটিও বাক্য উচ্চারণ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি মুখে উন্নয়নের কথা বললেও ভোটের আবহে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যই কাজ করছে লাদাখে নতুন ৫ জেলা তৈরির নেপথ্যে।
আরও পড়ুন- মোদির উদ্বোধনের ৮ মাসের মধ্যেই ভেঙে পড়ল শিবাজিমূর্তি