লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর ছেলে ও বিজেপি নেতা আশিস মিশ্রর জামিন খারিজ মামলায় অসন্তোষ প্রকাশ করল শীর্ষ আদালত৷ সোমবার শুনানির পর প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ অভিযুক্ত মন্ত্রীপুত্রের জামিন বাতিল করার আবেদনের রায় সংরক্ষিত রেখেছে৷
আরও পড়ুন-এনডিআরএফ কমিটির তিরে কেন্দ্র
উত্তরপ্রদেশ সরকারের পক্ষে আইনজীবী মহেশ জেঠমালানি অভিযুক্তের জামিন খারিজ না করার পক্ষে মত দেন৷ আর এতেই স্পষ্ট হয়ে যায়, বিজেপির মন্ত্রীপুত্রকে বাঁচাতে কতটা সক্রিয় যোগী সরকার৷ সরকারি আইনজীবীর যুক্তি, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ অন্যদিকে, আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী দুষ্যন্ত দাভে বলেন, আশিস মিশ্রকে জামিন দেওয়ার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করা উচিত৷ এ মাসের শুরুতেই একজন গুরুতর সাক্ষীর উপর হামলা হয়েছে এবং তাঁকে গুরুতর হুমকি দেওয়া হয়েছে৷ যোগী সরকার লখিমপুর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিজেপি নেতাকে বাঁচাতে তৎপর বলে অভিযোগ উঠেছে৷