জাতীয়

লখিমপুরকাণ্ডে দিনভর তৎপরতা

প্রতিবেদন : শেষ পর্যন্ত বহু লড়াই করে উত্তরপ্রদেশের লখিমপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। দু’দিন আগে লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ির ধাক্কায় ৪ জন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রাণ গিয়েছে আরও চারজন মানুষের। এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ হয়ে রয়েছে লখিমপুর। মঙ্গলবার বিকেলের দিকে লখিমপুর পৌঁছন তৃণমূলের এক প্রতিনিধি দল। এই দলে রয়েছেন সাংসদ দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, প্রতিমা মন্ডল, আবিররঞ্জন বিশ্বাস। এই প্রতিনিধি দল যাতে লখিমপুর যেতে না পারে সে জন্য সব ধরনের বাধা দেওয়ার চেষ্টা করে উত্তরপ্রদেশের পুলিশ। তবে তৃণমূলের প্রতিনিধি দলের পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়, তাঁরা লখিমপুর অবশ্যই যাবেন। ক্ষমতা থাকলে পুলিশ আটকে দেখাক। শেষ পর্যন্ত জেলাশাসকের কিছুটা সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদরা লখিমপুর পৌঁছন। কৃষক পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি সমবেদনা জানান।

এদিকে লখিমপুরকাণ্ড নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। লখিমপুরের ঘটনার পর কৃষকদের পাশে দাঁড়াতে সোমবার রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন : খুনিদের আড়াল করছে নির্লজ্জ বিজেপি, ঘটনাস্থলে প্রতিবাদ তৃণমূলের

কিন্তু মাঝপথে সীতাপুরে তাঁকে আটক করে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ। মঙ্গলবার প্রিয়াঙ্কাকে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার আপ সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কাও। এই ভিডিওতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র কীভাবে গাড়ি চালিয়ে কৃষকদের পিষে দিচ্ছে। প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী মোদি আপনি কি এই ভিডিওটি দেখেছেন। আমরা জানতে চাই, অভিযুক্ত আশিস মিশ্র কেন এখনও গ্রেফতার হয়নি? মন্ত্রীর ছেলে বলেই কি সে এখনও জেলের বাইরে? রাজনৈতিক দলের নেতা-নেত্রী এবং সাধারণ মানুষ লখিমপুর আসতে চাইলে আপনার পুলিশ তাদের গ্রেফতার করছে। অথচ মন্ত্রীর ছেলে চারজন মানুষকে পিষে মেরে ফেললেও তাকে আপনারা গ্রেফতার করছেন না। লখিমপুরের ঘটনার জন্য অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে কেন এখনও মন্ত্রিসভা থেকে সরানো হয়নি? এদিকে এদিন লখিমপুর যাওয়ার জন্য ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এলেও তাঁকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

13 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

17 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

26 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

31 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

40 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago