বাংলা ছেড়ে বাইরে চাকরি করতে যাওয়ার দরকার নেই। এখানেই লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে। বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা থেকে মোদির সরকারের বিরুদ্ধে তোপ দেগে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
বাজেট (Union Budget 2023-24) নিয়ে কেন্দ্রকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “বাজেটে বেকারদের জন্য একটি কথাও নেই। ভোটে এলে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেয়। আর ভোট চলে গেলে ৪ কোটি চাকরি খেয়ে নেবে। কারণ সব শিল্প বন্ধ।” পনেরো লক্ষ টাকা করে দেওয়ার নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি নিয়েও খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আভিযোগ, কেন্দ্রীয় বাজেট ‘কথার কারসাজি’। আয়কর ছাড় আসলে ‘ভাঁওতা’- তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: আদানি গোষ্ঠীর বন্ড নেওয়া বন্ধ আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাঙ্কের
তবে, যুব প্রজন্মকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চাকরির জন্য বাইরে যেতে হবে না। ২ বছরের মধ্যে দেউচা পচামি হলে রাজ্যে লক্ষ লক্ষ কর্ম সংস্থান হবে। ডানকুনিতে ইন্ডাস্ট্রিয়াল করিডরে প্রচুর চাকরি হবে- আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন ফের চাকরি নিয়ে বিরোধীদের ষড়যন্ত্র নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, চাকরি দিতে গেলেই বেনিয়ম বলে আদালতে মামলা ঠুকে দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর আশ্বাস, “চাকরি আটকাতে আন্দোলন হচ্ছে, কিন্তু বাংলার ছেলেমেয়েদের সকলের চাকরি হবে, হবেই। নিয়ম মেনেই প্রত্যেককে চাকরি দেওয়া হবে।” চাকরির জন্য কাউকে ভিক্ষে করতে হবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।