১০ অক্টোবর দিল্লিতে (Delhi) মিড-ডে মিলের (Mid day meal) প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের মিটিংয়ে কেন্দ্রীয় অফিসাররা জানিয়েছেন, দেশের ১৩টি রাজ্যে বিপুল হারে পড়ুয়া অনুপস্থিতির ঘটনা প্রকাশ্যে আসছে। এই ক্ষেত্রে দেখা গিয়েছে, স্কুলে নাম লেখানো থাকলেও পড়ুয়ারা দিনের পর দিন স্কুলে আসছে না। মিড-ডে মিলও তারা নিচ্ছে না। এই অবস্থায় দেখা গেল বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে কমপক্ষে ২৮ লক্ষের বেশি পড়ুয়া সরকারি স্কুলে অনুপস্থিত। যদিও এই ক্ষেত্রে দেখা গিয়েছে কেন্দ্রীয় হিসেবে অনুযায়ী পশ্চিমবঙ্গে সংখ্যাটা অনেকটাই কম,। ৩ লক্ষ ৭০ হাজারের কিছু বেশি সংখ্যক পড়ুয়া অনুস্পস্থিত গোটা রাজ্যে।
আরও পড়ুন-বেলেঘাটায় পরিত্যক্ত এক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক স্কুলে সবচেয়ে বেশি পড়ুয়া অনুপস্থিত উত্তরপ্রদেশে। এই তালিকায় রয়েছে কর্নাটক, কেরালা, ঝাড়খণ্ড, তেলঙ্গানা, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ। তবে সব রাজ্যের সাথে যোগীরাজ্যের ব্যবধান অনেকটাই। শুধু তাই নয়, গত এক বছরে রীতিমত লক্ষণীয় বিষয় হল বিপুল হারে অনুপস্থিতি বেড়েছে ত্রিপুরা, হিমাচল প্রদেশ, পুদুচেরি, নাগাল্যান্ড, মিজ়োরামে। এর থেকেই স্পষ্ট বিজেপি শাসিত রাজ্যে ক্রমশ নামছে শিক্ষার মান। কেন্দ্রের থেকে সম্পূর্ণ সমর্থন পাওয়া পরেও উত্তরপ্রদেশে শিক্ষার বা প্রাথমিক স্কুলের অবস্থার এমন অবনতি দেশে শিক্ষাব্যবস্থার জন্য রীতিমত সঙ্কটজনক।
আরও পড়ুন-সামনে পাকিস্তান, শততম ম্যাচ আশালতার
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘কন্যাশ্রী’ প্রকল্প প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। এই বার ‘কন্যাশ্রী’ এবং ‘রূপশ্রী’ প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ইউনিসেফ। মুখ্যমন্ত্রীর এই ধরণের প্রকল্পের ফলে অনেকাংশেই বেড়েছে প্রাথমিক স্কুলে উপস্থিতির হার যা কেন্দ্রের কাছেও সম্মান আদায় করে নিয়েছে।